বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ওরা গণহত্যা করলে দোষ নেই, অন্যরা করলেই দোষ? মমতা

ওরা গণহত্যা করলে দোষ নেই, অন্যরা করলেই দোষ? মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। (AFP)

এদিন মমতা বলেন, ‘আমরা দেশের কথা বিদেশে সাধারণত বলি না। আমি বিদেশে গেলে টাকা দিয়ে লোক রেখে দেয় ‘মমতা ব্যানার্জি গো ব্যাক’ করার জন্য। আর আমি না কি গণহত্যা করেছি।

তুমি গণহত্যা করলে দোষ নেই, অন্যরা করলে দোষ? সোমবার নবান্নে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে এই প্রশ্ন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তিনি বিদেশে গেলেই তাঁকে উদ্দেশ করে বিক্ষোভ দেখানোর জন্য টাকা দিয়ে লোক রাখে বিজেপি। এমনকী দিল্লি গেলেও তাঁকে নানা ভাবে বিব্রত করে তারা।

এদিন মমতা বলেন, ‘আমরা দেশের কথা বিদেশে সাধারণত বলি না। আমি বিদেশে গেলে টাকা দিয়ে লোক রেখে দেয় ‘মমতা ব্যানার্জি গো ব্যাক’ করার জন্য। আর আমি না কি গণহত্যা করেছি। তুমি করলে দোষ নেই, অন্যরা করলে দোষ? বাইরে যখন যাওয়ার প্রয়োজন হবে নিশ্চই সত্যি কথা বলব। আমার যা বলার অধিকার আছে’।

বলে রাখি, গত কয়েক বছরে একাধিকবার বিদেশে নানা অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন কেন্দ্রের অনুমতি না থাকায় যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, দেশের মধ্যে যে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা চাপা দিতেই তাঁকে বিদেশে যেতে দিতে চায় না মোদী সরকার। তবে এব্যাপারে সরকারি ভাবে কখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিদেশমন্ত্রকের।

 

বন্ধ করুন