বুধবার কলকাতায় শেষ হয়েছে সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। সেখানে ৩ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে দাবি রাজ্য সরকারের। আর তার পরদিনই দলীয় সভায় তৃণমূল নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আমার কানে যেন না আসে তৃণমূল কংগ্রেসের ফাইটের জন্য কোনও কোম্পানি বন্ধ হচ্ছে বা কোনও স্ট্রাইক হচ্ছে।
এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলীয় সভায় মমতা বলেন, ‘আমার কানে যেন না আসে তৃণমূল কংগ্রেসের ফাইটের জন্য কোনও কোম্পানি বন্ধ হচ্ছে বা কোনও স্ট্রাইক হচ্ছে। আমরা স্ট্রাইক করতে দিই না। এটা আমাদের পলিসি নয়। লেবার প্রবলেম থাকলে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলুন। ঋতব্রত, দোলা এরা কথা বলে নেবে। কিন্তু আমি একটা MLA আমি বন্ধ করে দিলাম। মাঝখানে প্রোটেকশন দিলাম এটা ঠিক নয়। আমি সবাইকে সাবধান করছি’।
নাম না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘আপনাদের থেকে অনেক বড় চোর ওরা। আমি চাই না আমার কোনও কর্মী চোর বদনাম নিক। আপনি ৫টাকা নিলে বদনাম করছে ৫০০ কোটি টাকার। আর বিজেপি লক্ষ লক্ষ কোটি টাকা ঝেড়ে দিলে টাকাগুলোকে এদিক ওদিকে চালান করে দিচ্ছে। তখন কিন্তু কেউ প্রশ্ন করতে পারে না’।
সম্প্রতি রাজ্যে বিভিন্ন জেলা থেকে শিল্প কারখানায় তৃণমূলের দাদাগিরির অভিযোগ উঠেছে। তৃণমূলের বিক্ষোভের জেরে উৎপাদন প্রভাবিত হয়েছে বিভিন্ন কারখানায়। এমনকী হলদিয়া ও আসানসোল শিল্পাঞ্চলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে।