বুধবারই পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন সিভি আনন্দ বোস। শপথ নিয়ে নতুন রাজ্যপাল সংঘাতে না গিয়ে একসঙ্গে উন্নয়নের পথে এগিয়ে চলার বার্তা দিয়েছেন। তার পরের দিনই নতুন রাজ্যপালকে নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের প্রশংসা করে মমতা বলেন, ‘নতুন রাজ্যপাল ভালো।’
শীতকালীন অধিবেশন চলছে বিধানসভায়। বৃহস্পতিবার অধিবেশনে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরনোর পরে রাজ্যপালকে নিয়ে প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বিধানসভায় অধিবেশন শেষে যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় নতুন রাজ্যপাল কেমন? তা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তার উত্তরে তিনি বলেন, ‘নতুন রাজ্যপাল ভালো।’
প্রসঙ্গত, এর আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকার সময় রাজ্য সরকারের সঙ্গে সংঘাত চরমে উঠেছিল। তবে নতুন রাজ্যপাল ক্ষমতায় আসার পর একসঙ্গে চলারই বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রে মতভেদ থাকতে পারে। এটিও হল গণতন্ত্রের অঙ্গ। ভিন্ন দৃষ্টিভঙ্গি কখনওই গণতন্ত্রকে দুর্বল করে তোলে না ,বরং গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলে।’ একই সঙ্গে বাংলার সংস্কৃতি নিয়েও প্রশংসা করছেন রাজ্যপাল। তিনি বলেছেন, ‘বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য যেকোনও বিরোধের নিষ্পত্তি ঘটাতে পারে।’ উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছিল রাজ্য জুড়ে। সেই ঘটনায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের হয়ে রাজ্য পরিদর্শনে এসেছিলেন আনন্দ বোস। সেই সময় কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছিলেন। যদিও এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমার সেই রিপোর্ট ছিল পেশাদার, রাজনৈতিক নয়।’