কৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর অধ্যাপকের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাল RSS. সোমবার সন্ধ্যায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে RSS-এর এরাজ্যের মুখপাত্র জিষ্ণু বসু বলেন, ‘দেশের আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করে না RSS.’
এদিন জিষ্ণুবাবু হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘ঘটনাটির কথা আমি শুনেছি। কিছু মানুষ হিন্দু দেবদেবীদের নিয়ে কুকথা বলে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। দেবদেবীদের সঙ্গে কোটি কোটি মানুষের আস্থা - ভরসা - বিশ্বাস জড়িত। তাই তাদের নিয়ে কুকথা বলা উচিত নয়’।
তিনি আরও বলেন, ‘যতটা জেনেছি ওখানকার গ্রামবাসীরা অধ্যাপকের মন্তব্যের প্রতিবাদ করেছেন। কিন্তু দেশের আইন হাতে তুলে নেওয়াকে RSS সমর্থন করে না।’
গত জন্মাষ্টমীতে ফেসবুকে কৃষ্ণ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের অধ্যাপক সুধাকর সরদারের বিরুদ্ধে। অভিযোগ, তার পর থেকে নানা রকম হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে একটি সাহিত্য সম্মেলনে যোগদান করেন তিনি। সভা শেষে তাঁকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করা হয়। অধ্যাপকের দাবি, তাঁর ওপর হামলা চালিয়েছে RSS. আহত অধ্যাপককে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।