বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভোটের পর বিক্ষুব্ধদের দলে ফেরানোর কথা নিয়ে অসন্তোষ তৃণমূলে

ভোটের পর বিক্ষুব্ধদের দলে ফেরানোর কথা নিয়ে অসন্তোষ তৃণমূলে

নির্দল প্রার্থীদের তৃণমূলের ফেরানোর ইঙ্গিত নিয়ে অসন্তোষ। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেও বিদ্রোহ আটকানো যায়নি। টিকিট না পেয়ে অনেকেই নির্দল থেকে ভোটে দাঁড়ান। এই অবস্থায় ভোটের পরে বিক্ষুব্ধদের দলে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হওয়ায় তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

পঞ্চায়েত ভোটের আগে টিকিট না মেলায় শাসকদলের অনেকেই বিদ্রোহ ঘোষণা করে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচিতে সেই সমস্ত বিক্ষুব্ধদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা হতেই এবার জয়ী বিক্ষুদ্ধদের নিয়ে মনোভাব নরম করার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তাতেই আপত্তি জানিয়েছেন তৃণমূলের একাংশ। দলের অনেকেরই আশঙ্কা বোর্ড গঠনের সময় নির্দলদের পাশাপাশি বিরোধী বিজেপি, সিপিএম বা কংগ্রেস সদস্যদের দলে নেওয়া হলে সে ক্ষেত্রে নিচের তলায় থাকা কর্মীদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: ‘‌হিসেব দিয়ে তবেই নির্দলে দাঁড়াবেন’‌, কীসের খতিয়ান জানতে চেয়ে হুমকি উদয়নের?

উল্লেখ্য, নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেও বিদ্রোহ আটকানো যায়নি। টিকিট না পেয়ে অনেকেই নির্দল থেকে ভোটে দাঁড়ান। এই অবস্থায় ভোটের পরে বিক্ষুব্ধদের দলে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হওয়ায় তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, পুরসভা ভোটে দেখা গিয়েছিল টিকিট না পেয়ে অনেকে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নির্দল প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে জয়ের পর বিক্ষুব্ধদের আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলার নির্বাচনের দায়িত্বে থাকা তৃণমূল নেতৃত্ব এবং বিধায়করা মনে করছেন বিক্ষুব্ধদের দলে ফিরিয়ে আনলে জটিলতা তৈরি হতে পারে।যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক তথা  মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘নির্দলদের বিষয়টি খতিয়ে দেখবেন দলীয় নেতৃত্ব। যাঁরা নির্দলে গিয়েছিল তাঁরা সকলেই তৃণমূলের হয়ে কাজ করেছেন। মনোনয়ন তুলে নেওয়ার সময় পাননি। এখন জিতে গেছেন দল বিষয়টি বিবেচনা করে দেখবে।’

প্রসঙ্গত, এবার পঞ্চায়েত ভোটে নির্দিষ্ট আসন থেকে প্রায় ১২ হাজার অতিরিক্ত মনোনয়ন জমা পড়েছিল তৃণমূলের। তারপরে বিক্ষুব্ধদের তৎপরতার বিষয়টি বুঝতে পেরে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। তিনি জানিয়েছিলেন, তৃণমূলে তাঁদের ফেরানো হবে না। জেলায় জেলায় বিক্ষুব্ধদের শাস্তি ঘোষণা করেন। তিনি নিজে জানিয়েছিলেন প্রায় ২০০০ এর বেশি বিক্ষুব্ধকে বহিষ্কার করা হয়েছে। এই অবস্থায় তাঁদের দলে ফেরালে দলের অন্দরে ক্ষোভ তৈরি হতে পারে বলে মনে করছেন দলেরই একাংশ। তৃণমূলের এক জেলা সভাপতি জানিয়েছেন, ‘দলের কর্মী সমর্থকরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন এবং জিতেছেন। এই অবস্থায় নির্দলদের ফেরানো হলে তাদের কাছে বড় ধাক্কা হবে। এটা খুব খারাপ হবে।’

শুধু পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস, বিজেপি, সিপিএম বহু আসন জিতেছে। সেই সমস্ত বিজয়ীদের দলে নিয়ে বোর্ড গঠন করা হলেও জনমানসে বিরূপ প্রতিক্রিয়া পড়বে বলে মনে করছেন দলের একাংশ। সে ক্ষেত্রে দলের ক্ষতি হতে পারে বলে তাঁদের অনুমান।

বাংলার মুখ খবর

Latest News

বাংলার ভোটের ময়দানে মার খেল 'হিটলার'! দাবি উঠল CPIM প্রার্থী সেলিমের গ্রেফতারির ১০ বছর পরে দুর্দান্ত শুক্রাদিত্য যোগ! কারা হবেন লাকি? অ্যাকাউন্ট ভরে উঠবে টাকায় ‘মাথাব্যথা হলে পুরো মাথাই কেটে ফেলে হয় না’, SSC মামলা নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে বর কাঞ্চনের জন্মদিনে প্রেমের বৃষ্টি, ভিজলেন শ্রীময়ী কোনও মহিলা ফ্যান নয়, গাল টিপে, অনির্বাণকে জড়িয়ে একী করলেন অঙ্কুশ! ‘‌ফেক নয়, ওটাই অরিজিনাল’‌, সন্দেশখালি স্টিং অপারেশনে সিলমোহর শাহজাহানের মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক টসে জিতল Zimbabwe , প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল| '২০১৯-এ BJP যেখানে পিছিয়ে ছিল, সেখানেই কি ভোটের হার বেড়েছে...', সন্দিহান খাড়গে অযোগ্যদের হয়ে সওয়াল করব না বলেও সুপ্রিম কোর্টে বেতন ফেরতের বিরোধিতা SSCর

Latest IPL News

মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত শর্মা? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.