শনিবার বাংলা জুড়ে বেশির ভাগ মানুষেরই নজর ছিল গার্ডেনরিচের দিকে। নিসার আলি নামক এক ব্যবসায়ীর বাড়ি থেকে গতকাল উদ্ধার হয় টাকার পাহাড়। সব মিলিয়ে মোট ১৭.৩২ কোটি টাকা। এই ঘটনায় ‘প্রভাবশালী তত্ত্ব’ থাকার আশঙ্কা করছেন বিরোধীরা। এই আবহে আজকে ই-নাগেটর প্রতারণা কাণ্ডের দিকে নজর থাকবে দিনভর। তাছাড়া দেশ, বিদেশ, রাজ্যের অন্যান্য খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
সিআইডির নজরে পুলিশ আধিকারিক
হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় এবার সিআইডির নজরে এক আইপিএস। জানা গিয়েছে, আজ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী এবং আইপিএস আধিকারিক দেবাশিস ধরের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় সিআইডি। প্রসঙ্গত, বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলখুচির মাথাভাঙা ব্লকে সিআইএসএফ-এর গুলি চালানোর ঘটনার সময় সেখানকার পুলিশ সুপার ছিলেন দেবাশিসবাবু।
জেইই-অ্যাডভান্সডের ফলাফল প্রকাশিত
প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের বা জেইই-অ্যাডভান্সডের ফলাফল। আইআইটি বম্বে এই ফলাফল প্রকাশ করেছে আজ সকাল ১০টা নাগাদ। প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের (জেইই-অ্যাডভান্সড) অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-তে লগইন করে ফলাফল দেখতে পারবেন। বিস্তারিত জানুন এখানে
ইঞ্জিনিয়ারিং ছাত্রের গলাকাটা দেহ উদ্ধার বীরভূমে
বাগুইআটির দুই পড়ুয়া খুনের রেশ কাটতে না কাটতেই একই ঘটনার সাক্ষী থাকল বীরভূম। রবিবার ইলামবাজার থানার চৌপাহারি জঙ্গল থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। মৃত ছাত্রের নাম সৈয়দ সালাউদ্দিন। অভিযোগ, অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছিল। মুক্তিপণ না মেলায় ওই ছাত্রকে খুন করা হয়েছে। বিস্তারিত পড়ুন
তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু
গার্ডেনরিচ এলাকার ১৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টু শীলের রহস্যমৃত্যু। কাউন্সিলরের অফিস থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় পিন্টু। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন এখানে
নিউটাউন অ্যাকশন এরিয়াতে বিলাসবহুল ফ্ল্যাট আমিরের
নিউটাউন অ্যাকশন এরিয়াতে একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে ই-নাগেট প্রতারণা কাণ্ডের অভিযুক্ত আমির খানের। জানা গিয়েছে, বিলাসবহুল এই ডুপ্লেক্সে মাঝেমধ্যে আসতেন আমির খান।
রাতে শেষ হয় নোট গণনা
আমির খানের অসৎ উপার্জনের বহর দেখতে গতকাল রাত ১১টাতেও গার্ডেনরিচে উপচে পড়েছিল ভিড়। মোট ২০টি ট্রাঙ্কে করে ১৭.৩২ কোটি টাকা উদ্ধার করা হয় আমিরের বক্স খাটের নিচে থেকে।