বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Nilganj Blast: দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার নীলগঞ্জ বিস্ফোরণে মূল অভিযুক্ত নজরুল

Nilganj Blast: দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার নীলগঞ্জ বিস্ফোরণে মূল অভিযুক্ত নজরুল

ধৃত নজরুল ইসলাম। 

নীলগঞ্জ বিস্ফোরণের পরেই ভিনরাজ্যে পালিয়েছিলেন নজরুল। চেন্নাইয়ে বসে রাজ্য থেকে বেআইনি বাজি পাচারের চেষ্টায় ছিলেন তিনি। 

ঘটনার ৫ দিন পরে অবশেষে গ্রেফতার হল নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মূলচক্রী নজরুল ইসলাম। শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। বিমানে ভিনরাজ্য থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতেই তাঁকে গ্রেফতার করেন অপেক্ষারত আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, রাজ্য থেকে বেআইনি বাজি পাচারের অন্যতম পান্ডা এই নজরুল। গত ২৯ অগাস্ট পাচার হওয়ার পথে ৫ ট্রাক বেআইনি বাজি আটক করেছিল স্পেশ্যাল টাস্ক ফোর্স। সেই বাজি নজরুলই ভিনরাজ্যে পাচারের চেষ্টা করছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

নীলগঞ্জ বিস্ফোরণের পরই রাজ্য ছেড়ে পালান নজরুল। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চেন্নাইয়ে ছিলেন তিনি। শুক্রবার বিমানে চেন্নাই থেকে ফেরেন অভিযুক্ত। তিনি ফিরছেন এই খবর পেয়ে আগে থেকেই বিমানবন্দরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন গোয়েন্দারা। নজরুল বিমানবন্দরের বাইরে বেরোতেই তাঁকে গ্রেফতার করেন আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, মজুত বাজি ভিনরাজ্যে পাচার করার চেষ্টায় ছিলেন নজরুল। কিন্তু এর মধ্যে সমস্ত বাজি বাজেয়াপ্ত করে ফেলে পুলিশ। বাইরে থেকে আর লাভ নেই বুঝে রাজ্যে ফেরেন তিনি। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, অনিচ্ছাকৃত খুন ও সংগঠিত অপরাধের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

 

বন্ধ করুন