ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহিদ দিবস উপলক্ষেই এই গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রশাসন সূত্রে খবর, আগামী ২৩ মার্চ সন্ধ্যা ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নতুন এই গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দোতলায় ৫ হাজার বর্গফুট জায়গা জুড়ে নতুন এই গ্যালারি তৈরি হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কিউরেটর জয়ন্ত সেনগুপ্তের মতে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নীচের তলায় যতটা জায়গা রয়েছে, দোতলায় অবশ্য ততটা জায়গা নেই। দোতলায় ছোট গ্যালারি ছিল। তবে সেই গ্যালারির চারপাশের কিছু জায়গা নিয়ে ৫ হাজার বর্গফুটের জায়গা তৈরি করা হয়েছে, যেখানে এই গ্যালারি হয়েছে। জানা গিয়েছে, এই গ্যালারিতে যেগুলি প্রদর্শনী হিসাবে দেখানো হবে, সেগুলি নেহরু মেমোরিয়াল মিউজিয়াম, ন্যাশনাল আর্কাইভ ও জাতীয় গ্রন্থাগার থেকে প্রাপ্ত। এছাড়াও বেশ কিছু সংবাদপত্রের ক্লিপিংয়ের ছবি এই প্রদর্শনীতে দেখানো হবে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিপ্লবী ভারত গ্যালারি তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ৫টির মধ্যে ৩টি গ্যালারি বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেগুলির অবস্থা ভালো নয়। আমি আবেদন করব, এই সব গ্যালারিগুলিকে স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হোক। তিনি জানান, এখানে প্রদর্শনীর মাধ্যমে নেতাজী সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীদের অবদানের কথা আমরা তুলে ধরতে পারি। প্রধানমন্ত্রীর এই ইচ্ছাপ্রকাশের পরই বিপ্লবী ভারত গ্যালারি তৈরির কাজ শুরু হয়।