বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > যৌন হেনস্থায় অভিযুক্ত যুবকের মৃতদেহ উদ্ধার বাগুইআটিতে, পুলিশি অত্যাচারের অভিযোগ

যৌন হেনস্থায় অভিযুক্ত যুবকের মৃতদেহ উদ্ধার বাগুইআটিতে, পুলিশি অত্যাচারের অভিযোগ

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ঋত্বিক গুপ্ত বাগুইআটির বিদ্যাসাগর পল্লীতে থাকতেন। তিনি সল্টলেকে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। বিদ্যাসাগর পল্লী থেকে কিছুটা দূরে রবীন্দ্রপল্লীর বাহাদুর বাগানের উপর দিয়ে যাওয়ার সময় ওই যুবক দুই তরুণীর যৌন হেনস্থা করে বলে অভিযোগ। তখন ওই যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। 

যৌন হেনস্থায় অভিযুক্ত এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। ওই যুবককে প্রথমে গ্রেফতার করে পুলিশ। পরে জামিন পেয়ে ঘরে ফিরতেই ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেই মারধরের পালটা অভিযোগ তুলেছেন যুবকের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, পুলিশের মারধরের কারণে যন্ত্রণায় ছটফট করছিলেন ওই যুবক। এর পাশাপাশি সামাজিক অসম্মান হয়। এই দুটি কারণে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। মৃত যুবকের নাম ঋত্বিক গুপ্ত (২৩)।

আরও পড়ুন: পুরুলিয়ায় হোটেলের ঘর থেকে উদ্ধার কলকাতার যুবকের মৃতদেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঋত্বিক গুপ্ত বাগুইআটির বিদ্যাসাগর পল্লীতে থাকতেন। তিনি সল্টলেকে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। বিদ্যাসাগর পল্লী থেকে কিছুটা দূরে রবীন্দ্রপল্লীর বাহাদুর বাগানের উপর দিয়ে যাওয়ার সময় ওই যুবক দুই তরুণীর যৌন হেনস্থা করে বলে অভিযোগ। তখন ওই যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁদের চাপেই ওই যুবক যৌন হেনস্থার কথা স্বীকার করে নেন। এরপর তরুণীর পরিবারের অভিযোগে ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তবে শুক্রবার ওই যুবক বারাসাত আদালত থেকে জামিন পান। এক আধিকারিক জানিয়েছেন এই যুবককে পুলিশের তরফের মারধর করা হয়েছে এমন কোনও অভিযোগ পরিবারের তরফে করা হয়নি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।

অন্যদিকে, এই ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছেন স্থানীয়দের একাংশ। স্থানীয়দের বক্তব্য, ‘পুলিশের মারের ফলে ঋত্বিকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের দাদা আকাশগুপ্ত জানান, ঋত্বিকের শরীরে একাধিক দাগ রয়েছে। সেগুলি মারধরে আঘাতের ফলে তৈরি হয়েছে। জামিন পেয়ে বাড়ি আসার পর থেকেই ছটফট করছিলেন ঋত্বিক। সে মারধরের কথা মা আমাদের জানিয়েছিল। আমরা সবাই রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরও ঘর থেকে আওয়াজ পাওয়ার পর আমরা সেখানে গিয়ে দেখি ঋত্বিকের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।’

অভিযোগ, যৌন হেনস্থার পর ওই যুবক দ্রুত সেখান থেকে চলে যান। তবে একজন তরুণী তার বাইকের নম্বর লিখে রেখেছিলেন এবং তিনি ওই বাইক সম্পর্কে স্থানীয়দের জানিয়ে রেখেছিলেন। এরপর স্থানীয়রা ওই যুবককে প্রথমে আটকান। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রথমে যুবক কোনও কিছু শিকার করতে চাইনি। পরে স্থানীয়দের চাপের মুখে পড়ে সব কথা স্বীকার করে নেই ওই যুবক। তরুণীর পরিবারের সদস্যরা যুবককে পুলিশে হাতে তুলে দেন। শুক্রবার জামিন পাওয়ার পর বাড়ি ফিরে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

দেখা মিলল না রাহুলে, মা-ছেলের জুটিতে জমজমাট পুজো, সহজের ছবি তুলে দিল প্রিয়াঙ্কাই আন্দোলনকারীদের 'নকশাল' আখ্যা দিয়ে বিস্ফোরক কুণাল, 'মণ্ডপে' আহ্বান ডাক্তারদের ‘যাঁদের কোল খালি হল, তাঁদের ঘরে জ্বলবে না আলো…’ পুজোর আগে সরব রূপাঞ্জন! ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর দুর্দান্ত ওপেনিংয়ের পরেও হরিয়ানায় খেই হারাল কংগ্রেস! BJP-র কামব্যাকে মিমের বন্যা মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকর্ম, ধাক্কা খেয়ে কড়া বার্তা সিপিএমের ‘‌সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে’‌, দুর্গাপুজো উপলক্ষ্যে ঘোষণা মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.