বিজেপি নেতা তথাগত রায়ের ‘অর্ধশিক্ষিত’ নিয়ে মন্তব্যের পালটা জবাব দিতে গিয়ে রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাল করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, ‘কার কটা ডিগ্রি আছে, কটা বই পড়েছে, তা নিয়ে আমাদের দেশে কেউ ভাবেননি। এটাই ভারতবর্ষের সংস্কৃতি। যাঁরা দেশকে চিনতে পারে না, তাঁদের দায় এটা।’ স্বভাবতই দিলীপের এই মন্তব্যকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।
এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম টেনে আনেন দিলীপবাবু। তাঁর মতে, ‘সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব ছিলেন। রামকৃষ্ণদেবের বাণী নিয়ে আমাদের সমাজ এগিয়েছে। তাঁর বই সবার ঘরে ঘরে আছে। রবীন্দ্রনাথ বোধহয় আট ক্লাস পাশ। বেশি লেখাপড়াও করেননি। এটাই ভারতবর্ষের সংস্কৃতি।’ দিলীপের মতে, শিক্ষিত, অশিক্ষিতের মাপকাঠি কে কটা বই পড়ল বা কার কত ডিগ্রি আছে, তার উপর বিচার করে নির্ধারণ করা যায় না। বিজেপি নেতা তথাগত রায়কে নাম না করে জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ জানান, এসব যাঁরা বলেন, তাঁদের শিক্ষা নিয়েই প্রশ্ন উঠে যায়। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অর্ধশিক্ষিত বলে আক্রমণ করেন বিজেপি নেতা তথাগত রায়। এখানেই থেমে থাকেননি তিনি। দল ছাড়লে অনেকেরই গোপন তথ্য ফাঁস করে দেবেন বলেও হুশিয়ারি দেন তথাগত।
যদিও দিলীপের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েননি তৃণমূল সাংসদ সৌগত রায়। এই প্রসঙ্গে সৌগত জানান, ‘দিলীপ ঘোষ নিজেই একজন অশিক্ষিত, উজবুক। এইজন্যই তো ওঁকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন আর পশ্চিমবঙ্গে বলে না, দিল্লিতে গিয়ে বলে। ওর কথা উপেক্ষা করব। যে কথা রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছে, তাতে সমস্ত বাঙালি জাতি ওঁকে ঘৃনা করবে।’