বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হাওয়া হয়ে গেল হুমায়ুন কবীরের দেহরক্ষীর রিভলবার, ঘুমিয়ে পড়েছিলেন ট্রেনে!

হাওয়া হয়ে গেল হুমায়ুন কবীরের দেহরক্ষীর রিভলবার, ঘুমিয়ে পড়েছিলেন ট্রেনে!

খোয়া গেল রিভলবার। প্রতীকী ছবি  Carabinieri/Handout via REUTERS  (via REUTERS)

প্রশ্ন উঠছে তবে কি কেউ তাকে অনুসরণ করছিল? ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্য়েই এই ঘটনা হয়েছে বলে খবর। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তার চেয়েও বড় কথা এই গুলি সহ রিভলবার যদি কোনও দুষ্কৃতীদলের কাছে চলে যায় তবে সমস্যা বাড়তে পারে।

একেবারে ট্রেন থেকে খোয়া গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরের দেহরক্ষীর গুলি ভরতি রিভলবার। তবে হুমায়ুন কবীর শুধু প্রাক্তন মন্ত্রী নন, তিনি  আইপিএস হিসাবে বাংলায় কর্মরত ছিলেন। সেই হুমায়ুন কবীরের দেহরক্ষীর কাছ থেকে রিভলবার চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু এই ঘটনা হল কীভাবে?

সূত্রের খবর, ট্রেনের বাঙ্কে আট রাউন্ড গুলি ভরতি রিভালবার ও ১২ রাউন্ড গুলি সহ ব্যাগ রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আর তখনই কেউ  তার ব্যাগটি সরিয়ে দেয় বলে মনে করা হচ্ছে। আসলে ওই সাব ইনস্পেক্টরের বাডি় খড়দায়। তিনি ডাউন কল্যানী লোকালে ওই খড়দা স্টেশন থেকেই উঠেছিলেন। এরপর বিধাননগরে ট্রেন ঢোকার আগে তার ঘুম ভাঙে। তিনি বাঙ্কে হাত রেখে দেখেন ব্যাগটি কোথাও নেই। এদিকে এরপরই তিনি দমদমে যান। সেখানে তিনি এফআইআর করেন। কিন্তু কে নিল তার রিভলবার?

জিআরপি ইতিমধ্য়েই সিসি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করেছে। কিন্তু কে বা কারা এই বন্দুকটি হাওয়া করে দিল তা নিয়ে পুলিশ বিশেষ কিছু বুঝতে পারছে না। 

এদিকে ছিনতাইবাজদের সম্পর্কে সচেতন করতে সম্প্রতি স্টেশনে তাদের ছবি টাঙানোর ব্যবস্থাও করা হয়েছে. কিন্তু এবার একেবারে পুলিশের রিভালবারই ছিনতাই হয়ে গেল। কিন্তু তার নিজের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সার্ভিস রিভলবারকে কেন তিনি এভাবে বাঙ্কারে রেখে ঘুমিয়ে পড়লেন তা নিয়ে বড় প্রশ্ন উঠছে।

এদিকে প্রশ্ন উঠছে তবে কি কেউ তাকে অনুসরণ করছিল? ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্য়েই এই ঘটনা হয়েছে বলে খবর। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তার চেয়েও বড় কথা এই গুলি সহ রিভলবার যদি কোনও দুষ্কৃতীদলের কাছে চলে যায় তবে সমস্যা বাড়তে পারে। পাশাপাশি অন্য় কেউ ভুল করে এই ব্যাগ নিয়ে নামিয়ে গিয়েছেন কি না তা নিয়েও প্রশ্ন উঠছে। এবার ব্যাগের মধ্য়ে রিভলবার দেখে কি তিনি ভয় পেয়ে তার আর ফেরৎ দিতে পারছেন না? 

নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে একজন দেহরক্ষীর স্বাভাবিকভাবে সবদিকে কড়া নজর থাকা দরকার। কিন্তু তিনিই নিজে তার বন্দুক হারিয়ে ফেলছেন। এটা কেমন কাণ্ড! প্রশ্ন সাধারণ মানুষের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

গুগল সবথেকে ভালো, মানেন প্রতিযোগীরাও, কোর্টের রায় নিয়ে এই প্রথম মুখ খুললেন পিচাই ‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.