বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পত্রপাঠ সায়গলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

পত্রপাঠ সায়গলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

ধৃত সায়গল হোসেন। ফাইল ছবি

মূল মামলা দিল্লিতে চলে যাওয়ায় সায়গলের জামিনের মামলার শুনানি করার কলকাতা হাইকোর্টের। জানালেন বিচারপতি জয়মাল্য বাগচী। 

দিল্লিতে চলে গিয়েছে গরুপাচারের মূল মামলা। তাই সায়গল হোসেনের জামিনের আবেদন পত্রপাঠ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী জানালেন, এই মামলার শুনানি করার এক্তিয়ার আর কলকাতা হাইকোর্টের নেই। যার পলে কেষ্টর মতো আপাতত কারাগারেই থাকতে হবে তাঁর বিশ্বস্ত দেহরক্ষীকেও।

একাধিক কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন সায়গল হোসেন। তাঁর আইনজীবীর দাবি ছিল, সায়গলের কাছ থেকে নতুন করে কিছু জানার নেই। যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে চার্জশিট পেশ করেছেন তদন্তকারীরা। যদিও এদিন শুনানি শুরু হতেই বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, গরুপাচারকাণ্ডের মূল মামলা দিল্লিতে চলে গিয়েছে ফলে এই আদালতের আর জামিনের মামলার শুনানি করার এক্তিয়ার নেই। একথা বলে সায়গলের জামিনের আবেদন খারিজ করে দেন তিনি।

২০২২ সালের ৯ জুন গরুপাচারকাণ্ডে সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। এর পর তাঁকে জেলে গিয়ে গ্রেফতার করে ইডি। আইনি লড়াইয়ের পর সায়গলকে দিল্লিতে নিয়ে যান তাঁরা। সেই থেকে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী তিহাড় জেলে বন্দি।

তদন্তকারীরা জানাচ্ছেন, সায়গলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। একজন পুলিশ কন্সটেবল কী করে এই বিশাল সম্পত্তির মালিক হলেন তার কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি সায়গল। এছাড়া তদন্তকারীরা জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের নিজের কোনও ফোন ছিল না। সায়গলের ফোন থেকেই সবার সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। সায়গলের পর অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যাকেও তিহাড় জেলে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। সম্প্রতি গরুপাচার কাণ্ডের মূল মামলা দিল্লিতে স্থানান্তরের অনুমতি দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

 

বাংলার মুখ খবর

Latest News

বিতর্কসভার পরেই চমকে দেওয়া সমীক্ষা আমেরিকায়, এগিয়ে গেলেন কমলা, পিছিয়ে ট্রাম্প সানগ্লাস পরে ব্যাটিং শ্রেয়সের! শর্ট বলে শূন্য রানে আউট হয়ে পড়লেন ট্রোলের মুখে আয়কর নোটিশ পেলেন TCS-র কর্মীরা! দিতে হতে পারে ১.৫ লাখ টাকাও, কী বলল সংস্থা? ‘আরও জোরে বৃষ্টি হোক, আমার দিদির বিচার হোক’! দেখুন স্বাস্থ্যভবনের সামনের অবস্থা ISL-এ নামার আগে স্বস্তি!আনোয়ার মামলায় স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের!জানালেন বাজাজ অকালে চলে গিয়েছেন যাঁরা, তাঁদের জন্য কোন তিথিতে করা হয় পিতৃশ্রাদ্ধ? জানুন বিশদে কলকাতায় ম্যাঞ্চেস্টার সিটির স্কুল! এবার খুদে ফুটবলারদের পাঠ দেবে হালান্ডের ক্লাব চেন্নাইয়ে অনুশীলন শুরু করল টিম ইন্ডিয়া! গম্ভীরের ক্লাসে অমনোযোগী কোহলি একই পোশাকে ১ মাসের ওপরে কাটাল সঞ্জয়, গায়ের দুর্গন্ধে নাজেহাল তদন্তকারীরা রাজ্যের উপর আস্থা নেই, দাবি পূরণে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে কী লিখলেন চিকিৎসকরা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.