সন্দেশখালি কাণ্ডে এবার গ্রেফতার হলেন আইএসএফ নেত্রী জুবি সাহা। সন্দেশখালি এলাকায় যে অশান্তি দেখা দিয়েছিল তাতে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আর এই অভিযোগের জেরেই গ্রেফতার করা হয়েছে জুবি সাহাকে। আজ, শুক্রবার সকালে আইএসএফ নেত্রীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। ইতিমধ্যেই শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের হাতে। তাতে শান্তি ফিরে এসেছে সন্দেশখালিতে। মানুষের দাবিতে মান্যতা পড়েছে। এখন গোটা বিষয়টি তদন্ত করছে সিআইডি।
এদিকে মিড–ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে লাগাতার আন্দোলন করেছেন এই জুবি সাহা ও তাঁর বন্ধুরা। আর তার জেরে দলীয় সংগঠনে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। কিন্তু সন্দেশখালিতে গিয়ে মহিলাদের প্ররোচনা দেওয়া, মিথ্যা অভিযোগ করার জন্য ইন্ধন জোগান এই আইএসএফ নেত্রী বলে অভিযোগ পুলিশের। আর এই অভিযোগের ভিত্তিতে নেত্রী জুবি সাহাকে নিউটাউন থেকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এখন বেশ চাপে পড়ে গিয়েছে আইএসএফ। কয়েকদিন আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সন্দেশখালি যেতে গিয়ে ১৪৪ ধারা লঙ্ঘন করেন এবং গ্রেফতার হন।
আরও পড়ুন: ডিএমকে দুটি করে আসন ছাড়ল সিপিএম–সিপিআইকে, জমে গেল তামিলনাড়ুর রাজনীতি
অন্যদিকে সন্দেশখালি এখন স্পর্শকাতর ইস্যু। এটা নিয়ে খেলা মানে আগুন নিয়ে খেলা করা। আর সেটাই করেছিলেন জুবি সাহা। তাই আজ নিউটাউনের নাতাশা খানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জুবি সাহাকে। সন্দেশখালি এলাকায় নানাভাবে হিংসা ছড়ানো, প্ররোচনা দেওয়া এবং মিথ্যা অভিযোগ করার জন্য ইন্ধন জোগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে জুবি সাহাকে। গ্রেফতার করে তাঁকে সন্দেশখালি থানায় নিয়ে আসা হয়েছে। সেখানে জেরা পর্ব চলবে। তারপর আদালতে তোলা হবে। সেখানের নির্দেশের ভিত্তিতে কাজ করবে পুলিশ।
এছাড়া সূত্রের খবর, নাতাশা খান হলেন জুবি সাহার রাজনৈতিক সতীর্থ। বৃহস্পতিবার রাতে নাতাশার বাড়িতেই ছিলেন জুবি। সেই খবর ছিল পুলিশের কাছে। রাতে সেখানে নিউটাউন থানার পুলিশ পৌঁছে যায়। দীর্ঘক্ষণ দু’পক্ষের মধ্যে কথা চলে। তারপর কথায় অসংলগ্নতা ধরা পড়ায় পুলিশের বাহিনী সেখানে বাড়তে থাকে। রাতভর ফ্ল্যাটে পুলিশ পাহারা ছিল। তারপর আজ, শুক্রবার সকালে অ্যারেস্ট মেমো দেখানো হয় এবং গ্রেফতার করা হয় জুবি সাহাকে। আগে সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল আয়েশা বিবি নামে আর এক আইএসএফ কর্মীকে। আয়েশা মিনাখাঁর বাসিন্দা। এবার আরও এক আইএসএফ নেত্রীকে গ্রেফতার করা হল।