বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ডিএমকে দুটি করে আসন ছাড়ল সিপিএম–সিপিআইকে, জমে গেল তামিলনাড়ুর রাজনীতি

ডিএমকে দুটি করে আসন ছাড়ল সিপিএম–সিপিআইকে, জমে গেল তামিলনাড়ুর রাজনীতি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফর্মুলা মেনে এই চারটি আসন ছাড়া হয়েছে বলে ডিএমকে সূত্রে খবর। কেরলে ইতিমধ্যেই নিজেদের আসনের বিষয়ে ঘোষণা করে দিয়েছে সিপিএম। সেখানে কংগ্রেসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। তবে বাংলায় কংগ্রেস চায় বামেদের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন হাইভোল্টেজ হতে চলেছে।

সামনে লোকসভা নির্বাচন। নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, আগামী ১৪ মার্চ নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এই আবহে এখন আসন বন্টন এবং সমঝোতার কাজ সেরে ফেলতে চাইছে সব রাজনৈতিক দলই। কংগ্রেস ১১টি রাজ্যে সমঝোতা করে ফেলেছে। ইন্ডিয়া জোট গড়ে তুলতে লড়ে যাচ্ছে কংগ্রেস। আর অন্যান্য দলও সহযোগিতা করছে। বাংলায় অবশ্য কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট এখনও হয়নি। তবে তামিলনাড়ুর মতো রাজ্যে সিপিএম এবং সিপিআইকে দুটি আসন ছেড়েছে ডিএমকে। আর তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কেরল ছাড়া বামেরা এখন দেশের অন্য প্রান্তে সেভাবে প্রাসঙ্গিক নয়। তারপরও তামিলনাড়ুর থেকে দুটি করে আসন পেয়েছে সিপিএম এবং সিপিআই।

ইন্ডিয়া জোটে আছে এই দুই বাম দল। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করে লড়তে চায়। সেখানে তামিলনাড়ু কেন দুটি করে আসন ছাড়ল?‌ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব ভাল সম্পর্ক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের। তাই বামেদের দুটি করে আসন ছাড়া নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কংগ্রেসের সঙ্গে ডিএমকে’‌র আসন সমঝোতা হয়ে গিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেন্নাই যখন এসে ছিলেন তখনই এই আসন সমঝোতা চূড়ান্ত হয়। সেক্ষেত্রে বামেদের দুটি করে আসন ছাড়ার বিষয়ে আপত্তি তোলেনি কংগ্রেস। ডিএমকে দুটি করে মোট চারটি আসন ছেড়ে দিয়েছে সিপিআই এবং সিপিএমকে। এই চারটি আসনে জয় আসবে কিনা তা নিয়ে সংশয় থাকতেই পারে।

আরও পড়ুন:‌ ‘সুযোগ পেলে নিশ্চয়ই করব’‌, বিজেপিতে যোগ দেওয়ার কথা জানালেন তৃণমূলের সাংসদ

তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফর্মুলা মেনেই এই চারটি আসন ছাড়া হয়েছে বলে ডিএমকে সূত্রে খবর। কেরলে ইতিমধ্যেই নিজেদের আসনের বিষয়ে ঘোষণা করে দিয়েছে সিপিএম। সেখানে কংগ্রেসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। তবে বাংলায় কংগ্রেস চায় বামেদের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন অত্যন্ত হাইভোল্টেজ হতে চলেছে। কারণ দেশের তামাম বিরোধীরা এবার একমঞ্চে এসে তৈরি করেছে ইন্ডিয়া জোট। বিজেপিকে উৎখাত করতেই এই জোট তৈরি হয়েছে।

এই আসন বন্টন নিয়ে সিপিএম–সিপিআই রাজ্য সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ডিএমকে সদর দফতরে বসে বৈঠক। তারপরই দুটি করে মোট চারটি আসন ছাড়ার কথা চূড়ান্ত হয়। এই বিষয়ে সিপিএমের বালাকৃষ্ণণ বলেন, ‘‌আসন সমঝোতা হয়েছে। জোট করেই প্রতিদ্বন্দ্বিতা করা হবে লোকসভা নির্বাচনে। পাঁচ বছরের অভিজ্ঞতায় কেন্দ্র বদল হতেই পারে। আমরা যে দুটি আসনে জিতেছিলাম সেই দুটি আসনই চেয়েছি। সেটা মিলেছে।’‌ এখন দেখার তামিলনাড়ুতে কেমন ফল হয় বামেদের।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.