বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ট্রেনের খবর স্পষ্টভাবে যাত্রীদের কাছে পৌঁছতে উদ্যোগ রেলের, শিয়ালদায় আধুনিক প্রযুক্তি

ট্রেনের খবর স্পষ্টভাবে যাত্রীদের কাছে পৌঁছতে উদ্যোগ রেলের, শিয়ালদায় আধুনিক প্রযুক্তি

শিয়ালদা স্টেশন

স্বয়ংক্রিয় ব্যবস্থায় ঘোষণা হচ্ছে। এই বোর্ড নানা জায়গায় বসানো হয়েছে। ফলে স্টেশনে ঢোকা মাত্রই একজন যাত্রী দেখতে পাচ্ছেন, তাঁর ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আছে। আর সেটি কখন ছাড়বে। এই ব্যবস্থা তৈরি হওয়ায় এখন আর প্ল্যাটফর্মে যাত্রীদের হাতরে বেড়াতে হয় না। অনুসন্ধান কেন্দ্রে ভিড় করার প্রয়োজন পড়ে না।

দাদা, বজবজ যাওয়ার ট্রেন কখন আছে? আচ্ছা, কাঞ্চনকন্যা কোন প্ল্যাটফর্মে দেবে?‌ এইসব প্রশ্ন এখন শুনতে হয় না। কারণ‌ এখন স্টেশনে ট্রেন প্রবেশ–প্রস্থানের খবর যাত্রীদের নির্ভুলভাবে জানাতে শিয়ালদা স্টেশনে ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম চালু করেছেন রেল কর্তৃপক্ষ। কালো বোর্ডের উপরে নানা রঙের আলোয় ট্রেনের নাম, নম্বর, প্ল্যাটফর্মের সংখ্যা থেকে শুরু করে ট্রেন ছাড়ার সময় স্পষ্টভাবে ফুটে ওঠে। অনেক দূর থেকে তা দেখা যায়। তার সঙ্গে স্বয়ংক্রিয় ব্যবস্থায় ট্রেনের ঘোষণাও চলছে। এটাই বাড়তি ব্যবস্থা।

এদিকে এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় যাত্রীদের আর কাউকে প্রশ্ন করতে হচ্ছে না। নিজের চোখে দেখেই এগিয়ে যাচ্ছেন। শিয়ালদা শাখার সিগন্যালিং এবং টেলি–কমিউনিকেশন বিভাগের উদ্যোগে এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আগে রেলের কর্মীরা ট্রেন আসা ও ছাড়ার সময় ঘোষণা করতেন। সেটা ছিল ম্যানুয়াল পদ্ধতি। তাতে সময় বেশি লাগত। আবার ছোট ভুলও হয়ে যেত। আবার যাত্রীরা চারিদিকে শোরগোলে অনেক সময় সেই ঘোষণা বুঝতেও পারতেন না। সব মিলিয়ে একটা বড় সমস্যা তৈরি হতো। তবে এখন এই ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম চালু হওয়ায় সেসব সমস্যা আর নেই।

অন্যদিকে এই ব্যবস্থার জেরে কোন ট্রেন ঢুকছে, কোনটি ছেড়ে যাচ্ছে যাবতীয় তথ্য ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার থেকে সরাসরি ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ব্যবস্থায় চলে আসছে। সেই তথ্য নির্দিষ্ট বোর্ডে জ্বলজ্বল করে ওঠায় যাত্রীদের অত্যন্ত সুবিধা হচ্ছে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় ঘোষণা হচ্ছে। এই বোর্ড নানা জায়গায় বসানো হয়েছে। তার ফলে স্টেশনে ঢোকা মাত্রই একজন যাত্রী দেখতে পাচ্ছেন, তাঁর ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে আছে। আর সেটি কখন ছাড়বে। এই ব্যবস্থা তৈরি হওয়ায় এখন আর প্ল্যাটফর্মে যাত্রীদের হাতরে বেড়াতে হয় না। অনুসন্ধান কেন্দ্রের সামনে হুমড়ি খেয়ে ভিড় করার প্রয়োজন পড়ে না।

আরও পড়ুন:‌ ডায়মন্ডহারবারে বার্ধক্য ভাতার একাধিক ক্যাম্প, লাখ ছাড়াতে চলেছে আবেদন

রেল সূত্রে খবর, নির্দিষ্ট কামরার হদিশও পৃথক বোর্ড থেকে পেয়ে যাচ্ছেন যাত্রীরা। এই বিষয়ে এক রেলকর্তা বলেন, ‘স্টেশনে প্রবেশ করতেই কোনও যাত্রী যদি তাঁর ট্রেন এবং নির্দিষ্ট প্ল্যাটফর্মের তথ্য পান তখন তাঁর সফরের টেনশন অনেকটা কমে যায়। এতে প্ল্যাটফর্মের ভিড় কমে যায়।’ সূত্রের খবর, এই ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার কথা ভাবা হচ্ছে। শিয়ালদা শাখার অন্য সব স্টেশনেও ধাপে ধাপে চালু করার চেষ্টা চলছে। এমনকী এই আধুনিক ব্যবস্থা একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল স্টেশনে চালু করা হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪র আগেই জেনে নিন ভোগের লাবড়া রান্নার সিক্রেট টিপস মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.