সপ্তাহের শেষ কাজের দিন পড়ন্ত বেলায় কলকাতা ও হাওড়ার সংযোগকারী বিদ্যাসাগর সেতুর ওপর দাউ দাউ করে জ্বলল মার্সেডিস গাড়ি। শুক্রবার বিকেলে এই ঘটনায় সেতুতে দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ থাকে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। প্রায় ২০ মিনিট পরে দমকল কর্মীরা এসে আগুন নেভান। দ্বিতীয় হুগলি সেতুতে যেখানে দমকলের নির্দিষ্ট গাড়ি ও ফায়ারম্যান বরাদ্দ রয়েছে সেখানে তাদের পৌঁছতে ২০ মিনিট লাগল কেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল পৌনে চারটে নাগাদ সেতুর কলকাতামুখি শাখায় একটি মার্সেডিজ গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন লাগতেই গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন চালক ও আরোহীরা। গাড়িতে ৪ – ৫ জন ছিলেন বলে জানা গিয়েছে। এর পর সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। যার জেরে কলকাতামুখি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুনের শিখা আরও ভয়াবহ আকার নিলে একে একে ফাটতে থাকে গাড়ির টায়ার। এর মধ্যে এসে পৌঁছয় দমকল তারা মিনিট দশেকের চেষ্টায় জল দিয়ে আগুন নেভায়।
দমকল আসায় সেতুর হাওড়ামুখি শাখাতেও যান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে সেতুর দুপাশেই ভয়াবহ যানজট তৈরি হয়।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। গাড়ির মালিককে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। গাড়িটিকে ব্রেকডাউন ভ্যান দিয়ে টেনে নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বলে রাখি, তার ও বিয়ারিং পরিবর্তনের জন্য এমনিতেই দ্বিতীয় হুগলি সেতুতে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।