লক্ষ্মীপুজোর দিন থেকে অশান্তির অভিযোগ উঠেছিল একবালপুর, মোমিনপুর এলাকা থেকে। গতকাল রাতে একবালপুর থানায় ভাঙচুরের অভিযোগ ওঠে। এই আবহে বিজেপি নেতারা সরব হয়েছিলেন গতরাত থেকেই। আজকেই মোমিনপুর যাওয়ার পথে আটক হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই আবহে এবার কলকাতা পুলিশের কমিশনার বীনিত গোয়েল নির্দেশিকা জারি করে জানালেন আগামী ১২ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে একবালপুর থানা এলাকায়। এলাকায় আর যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, সে জন্য বাড়তি বাহিনী মোতায়ন করা হয়েছে সেখানে।
জানা যায়, লক্ষ্মীপুজোর দিন দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতার একবালপুর, মোমিনপুর এলাকায়। বোমা, ইট, কাচের বোতল ছোঁড়ার অভিযোগ ওঠে। ঘটনায় দুই পুলিশ আধিকারিক জখম হন বলে দাবি করা হয়। পরে আজ সকাল থেকে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ জারি করা হয়। অভিযোগ, এলাকাবাসীর দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। দোকান, বাইক ভাঙচুর করা হয় লক্ষ্মীপুজোর দিন। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন।
এদিকে আজকে মোমিনপুরে এলাকা পরিদর্শন করতে যাচ্ছিলেন সুকান্ত। তবে মাঝ পথে বাধা পেয়ে ডিসি ইস্ট গৌরব লালের সঙ্গে কথা বলেন সুকান্ত। শেষে তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতাদের আটক করা হয়। অন্যদিকে শনিবার মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। টুইট বার্তায় শুভেন্দু লেখেন, ‘আমি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এবং মাননীয় রাজ্যপাল শ্রী লা গণেশনকে চিঠি লিখে তাঁদের অনুরোধ করেছি যাতে মমিনপুর সহিংসতা এবং একবালপুর থানার লুটপাটের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই যেন এই পদক্ষেপ করা হয়।’