জানুয়ারি মাস মানেই নতুন বছর। আর জানুয়ারি মাস মানে গঙ্গাসাগর মেলা। প্রতি বছর হাজার হাজার মানুষ এই মেলাতে জড়ো হন। তবে বুধবার এই সাগর মেলা নিয়ে বড় মিটিং করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার এই মেলাকে প্লাস্টিক ফ্রি করতে হবে।
ঠিক কীভাবে এটা করা হবে? সূত্রের খবর, ভক্তদের মধ্য়ে বায়ো ডিগ্রেডেবল ব্যাগ দেওয়া হবে। সেখানেই তারা তাদের সামগ্রী রাখবেন। এক্ষেত্রে এদিক ওদিক আর প্লাস্টিক ছড়িয়ে রাখা হবে না। গোটা সাগরতট ও মেলা প্রাঙ্গনকে প্লাস্টিক মুক্ত রাখার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। আগামী ৩ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন এত ভক্ত আসবেন মেলা প্রাঙ্গনে। তাঁদের সুরক্ষার দিকটি খেয়াল রাখতে হবে।
সূত্রের খবর, প্রতি ভক্তের জন্য ৫ লাখ করে বিমা থাকবে। যাঁরা গঙ্গাসাগরে ডিউটিতে থাকবেন তাঁদের জন্যও থাকবে বিমা। সমস্ত গাড়িতে জিপিএস থাকবে। ইসরোর মাধ্য়মে উপগ্রহ মারফত নজরদারিও থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১১৫০ সিসিটিভি ক্যামেরা, ২০টি ড্রোন নজরদারি করবে। ১০,০০০ পুলিশ, ৬৫০০ স্বেচ্ছাসেবক থাকবেন
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২২৫০ সরকারি ও ২৫০ বেসরকারি বাস থাকবে। ৬টি বার্জকেও ব্যবহার করা হবে। বাসের গাইডের ব্যবস্থা করা হবে যাতে বহিরাগতরা সমস্যায় না পড়ে যান। এদিকে মেলাতে ভিআইপিরা এলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে যান। সেকারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাইলট কার নিয়ে ভিআইপিরা মেলায় আসবেন না।
তিনি জানিয়েছেন, একাধিক মন্ত্রীকে মেলার তদারকির দায়িত্বে রাখা হচ্ছে। সেই সঙ্গে তিনি বার বার সুরক্ষার উপর জোরক দেন। তিনি বলেন, মেলাতে রান্না করতে দেওয়া যাবে না। মেলা প্রাঙ্গনে ৫০টি দমকলের ইঞ্জিন রাখা থাকবে। ২০১৩ সালে বাংলাদেশের একটি জলযান ডুবে যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জায়গাটা ভালো করে দেখে রাখার কথা জানিয়েছেন।