বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আদালতের ধমক খেয়েই অযোগ্য হয়েও চাকরি পাওয়া ২০ জনকে তলব CBI-এর

আদালতের ধমক খেয়েই অযোগ্য হয়েও চাকরি পাওয়া ২০ জনকে তলব CBI-এর

 নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও উত্তর দিনাজপুরে অযোগ্য হয়েও চাকরি পাওয়া ২০ জনকে তলব করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। মঙ্গল ও বুধবার তাদের হাজিরা দিতে বলা হয়েছে। নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাদের।

বিশেষ সিবিআই আদালতের বিচারকের ধমক খেয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অযোগ্য হয়েও চাকরি পাওয়া ব্যক্তিদের তলব করা শুরু করল সিবিআই। সোমবার এই মামলার শুনানিতে সিবিআইয়ের তৎপরতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারক। তার পরই ৩ জেলার অযোগ্যভাবে চাকরি পাওয়া ২০ জনকে তলব করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। মঙ্গল ও বুধবার তাদের হাজিরা দিতে বলা হয়েছে।

বাঁকুড়ায় ভার্চুয়ালি বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী, আর কী ঘটবে?

নবম – দশম নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার আদালতের চরম ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। এদিন আদালতে সিবিআই জানায় সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশে মোট ৬৭৭ জনের নম্বর OMR শিটে বদল করা হয়েছে। এর পর বিচারক তদন্তকারী আধিকারিকের কাছে জানতে চান, এদের মধ্যে কতজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই? জবাবে তদন্তকারী আধিকারিক জানান, ৪ জন। এতেই প্রবল অসন্তুষ্ট হন বিচারক। তিনি বলেন, ৬৭৭ জনের মধ্যে মাত্র ৪ জন কেন? এরা তো ষড়যন্ত্রের অংশ। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কেন তৎপর হচ্ছে না সিবিআই।

এর পরই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও উত্তর দিনাজপুরে অযোগ্য হয়েও চাকরি পাওয়া ২০ জনকে তলব করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা। মঙ্গল ও বুধবার তাদের হাজিরা দিতে বলা হয়েছে। নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাদের।

 

বন্ধ করুন