বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Amit Shah: কালীপুজোয় অমিত শাহকে বাংলায় আনতে চাইছে বঙ্গ–বিজেপি নেতৃত্ব, মুখরক্ষার চেষ্টা?

Amit Shah: কালীপুজোয় অমিত শাহকে বাংলায় আনতে চাইছে বঙ্গ–বিজেপি নেতৃত্ব, মুখরক্ষার চেষ্টা?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Satish Bate/HT PHOTO)

দেড় বছর পরে লোকসভা নির্বাচন। আর বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেদিকে তাকিয়ে জেপি নড্ডা বঙ্গ–বিজেপিকে নির্দেশ দিয়েছেন, জনসংযোগে জোর দেওয়ার জন্য। সেটা মাথায় রেখেই শারদোৎসবকে বেছে নিয়েছিলেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতিতে সেই প্রক্রিয়ায় কতটা লাভ হয়েছে, তা নিয়ে সন্দিহান সকলেই।

এবারের দুর্গাপুজোয় আমন্ত্রণ জানিয়েও বাংলায় নিয়ে আসা যায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বঙ্গ– বিজেপির নেতারা অনেক চেষ্টা করেও ডাহা ফেল করেন। কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুনির্দিষ্ট সফরসূচির প্রস্তাব সঠিক সময়ে নয়াদিল্লিতে পাঠানো গেল না? এখন এই প্রশ্নেই বঙ্গ–বিজেপির অন্দরে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। তাই সূত্রের খবর, দুর্গাপুজোর ‘ব্যর্থতা’ সামাল দিতে আসন্ন কালীপুজো এবং দীপাবলির দিকে তাকিয়ে রয়েছে বঙ্গ–বিজেপির নেতারা। অন্তত কালীপুজোর সময় অমিত শাহকে এনে দুধের স্বাদ ঘোলে মেটানোর মরিয়া প্রচেষ্টা শুরু হয়েছে।

দুর্গাপুজোয় কেন এলেন না শাহ?‌ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেভাবে আমন্ত্রণই করা হয়নি। যেভাবে প্রটোকল মেনে করতে হয়। তবে বঙ্গ–বিজেপির নেতারা বাহারি কার্ড পাঠিয়েছিলেন ঠিকই। কিন্তু ওটা নিয়ম নয়। তাঁর সচিবালয়ে সেই তথ্য দেওয়া হয়নি। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে বাংলায় আসার তাৎপর্য বোঝানো হয়নি। এমনকী তাঁর সফরসূচি না জেনেই কার্ড পাঠিয়ে বসেছিলেন রাজ্যের বিজেপি নেতারা।

তাহলে কী কালীপুজোয় আসছেন অমিত শাহ?‌ কালীপুজোর সময় অমিত শাহের বাংলায় আসার সম্ভাবনা প্রায় নেই। কালীপুজোর পরে কলকাতায় যেতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে সেই সফর একেবারেই সাংগঠনিক কারণে। কালীপুজো কিংবা দীপাবলির কোনও সম্পর্ক নেই বলেই বিজেপির কেন্দ্রীয় পার্টি সূত্রে খবর। এই বিষয়ে রাজ্য বিজেপির অন্যতম সহ–সভাপতি তথা সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘অমিত শাহজি শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই নন। তিনি বিজেপির একজন শীর্ষ নেতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। ফলে তাঁর ব্যস্ততা প্রশ্নাতীত। ব্যস্ততার কারণেই কখনও তাঁর সম্ভাব্য সফর বাস্তবায়িত হবে, কখনও হবে না। এখানে সাফল্য কিংবা ব্যর্থতার কোনও বিষয় নেই।’

আর কী জানা যাচ্ছে?‌ রাজ্য বিজেপি সূত্রে খবর, দেড় বছর পরে লোকসভা নির্বাচন। আর বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সে দিকে তাকিয়ে জেপি নড্ডা বঙ্গ–বিজেপি নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, জনসংযোগে জোর দেওয়ার জন্য। সেটা মাথায় রেখেই শারদোৎসবকে বেছে নিয়েছিলেন বিজেপি নেতারা। তবে কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতিতে সেই প্রক্রিয়ায় কতটা লাভ হয়েছে, তা নিয়ে সন্দিহান সকলেই। উল্টে বন্ধ হয়ে গেল বিজেপির দুর্গাপুজো ইজেডসিসি অডিটোরিয়ামে।

বন্ধ করুন