বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Lokayukta Amendment Bill: কার্যকালের মেয়াদ বাড়ল লোকায়ুক্তের, সংশোধনী বিল পাশ বিধানসভায়

Lokayukta Amendment Bill: কার্যকালের মেয়াদ বাড়ল লোকায়ুক্তের, সংশোধনী বিল পাশ বিধানসভায়

মঙ্গলবার বিধানসভায় বিলটি পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। (টুইটার)

মঙ্গলবার বিধানসভায় বিলটি পেল করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সংশোধনীতে লোকায়ুক্তের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে। এত দিন লোকায়ুক্তের কার্যাকালের মেয়াদ ছিল ৩ বছর।

বিধানসভায় পাশ হল লোকায়ুক্ত সংশোধনী বিল। এই সংশোধনী অনুযায়ী লোকায়ুক্তের পদ থেকে অবসর নিলে আর কোনও সরকারি পদে থাকা যাবে না। এমনকি ৭০ বছর বয়স পেরিয়ে গেলে লোকায়ুক্তের পদ থেকে অবসর নিতে হবে।

মঙ্গলবার বিধানসভায় বিলটি পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সংশোধনীতে লোকায়ুক্তের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে। এত দিন লোকায়ুক্তের কার্যাকালের মেয়াদ ছিল ৩ বছর। সংশোধনী বিলে তা আরও তিন বছর বাড়ানো হয়েছে। তবে তাঁর কার্যকালের মেয়াদ সর্বোচ্চ সীমা হল ৭০ বছর। অর্থাৎ তিন বছর দায়িত্ব পালনের পর লোকায়ুক্তের কার্যকালের মেয়াদ বাড়বে আরও তিন বছর। কিন্তু ওই সময়ের মধ্যে যদি তাঁর বয়স ৭০ বছর হয়ে যায় তবে তিনি আরও ওই পদে থাকতে পারবেন না।

অবসর নেওয়ার পর তিনি কোনও সরকারি পদেও থাতে পারবেন না বলে সংশোধনী বিলে বলা হয়েছে। সংশোধনী বিল অনুযায়ী তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধির ক্ষমতা রাজ্যপালের হাতে থাকবে।

এই বিল নিয়ে আলোচনার সময় বিজেপি বলে, রাজ্যে লোকায়ুক্ত সেভাবে সক্রিয় নয়। দুর্নীতির বিরুদ্ধে সে ভাবে অভিযোগ জমা পড়ে না। জবাবি বক্তব্যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কম দুর্নীতি হয়। সেটা বিজেপি মেনে নিতে পারছে না।'

বন্ধ করুন