বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC Minister: হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দমকলমন্ত্রী, হাসপাতালে ভর্তি সুজিত বসু

TMC Minister: হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দমকলমন্ত্রী, হাসপাতালে ভর্তি সুজিত বসু

দমকলমন্ত্রী সুজিত বসু। ছবি: এএনআই।

২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। চলতি বছরেও দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। তখন হোম আইসোলেশনে ছিলেন তিনি। এখন রাজ্যে করোনাভাইরাস আবার দাপট দেখাতে শুরু করেছে। তার কোনও প্রভাবে তিনি অসুস্থ হলেন কিনা সেটা খতিয়ে দেখছে হাসপাতাল।

‌শনিবার মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। শনিবার মাঝরাতে তাঁকে ভর্তি করা হয়েছে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। সব ঠিক থাকলে, পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক আজই ছাড়া হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

ঠিক কী হয়েছিল সুজিত বসুর?‌ হাসপাতাল সূত্রে খবর, শনিবার সন্ধ্যেবেলায় প্রথমে তিনি অসুস্থবোধ করেন। তাঁর পেটের সমস্যা দেখা দেয়। কেন হঠাৎ তাঁর পেটে যন্ত্রণা হল তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। রাতে সমস্যা আরও বাড়লে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার।

তারপর ঠিক কী ঘটল?‌ জানা গিয়েছে, শনিবার রাত প্রায় তিনটে নাগাদ তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তৎক্ষনাৎ শুরু হয় চিকিৎসা। সকাল থেকে খানিকটা সুস্থ রয়েছেন সুজিত বসু। আজ অর্থাৎ রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। তবে আপাতত কয়েকটা দিন চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে মন্ত্রীকে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। চলতি বছরেও দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। তখন হোম আইসোলেশনে ছিলেন তিনি। এখন রাজ্যে করোনাভাইরাস আবার দাপট দেখাতে শুরু করেছে। তার কোনও প্রভাবে তিনি অসুস্থ হলেন কিনা সেটা খতিয়ে দেখছে হাসপাতাল।

বন্ধ করুন