আজকেই মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় গ্রেফতার হন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। এর আগে তিনি মোমিনপুরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন। মমতার পদত্যাগের দাবি করেন সুকান্ত। পাশাপাশি কলকাতা পুলিশকে ‘অপদার্থ’ বলে আখ্যা দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি প্রশ্ন তোলেন, ‘এরাজ্যের নাগরিকদের নিরাপত্তা কোথায়?’
সংবাদমাধ্যমকে সুকান্ত বলেন, ‘গত ২ দিন ধরে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মাত্র ৩ কিমি দূরে খিদিরপুর সংলগ্ন এলাকায় দুষ্কৃতি দ্বারা তাণ্ডব চলছে। ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ মানুষ। এরাজ্যের নাগরিকদের নিরাপত্তা কোথায়? মহিলাদের সুরক্ষা কোথায়? আপনার অপদার্থ পুলিশ আমাকে না আটকে যদি আজ একাবালপুরে দুষ্কৃতিদের গ্রেফতার করত, আজ এই দিন দেখতে হত না। ব্যর্থ পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে আপনার ইস্তফা দেওয়া উচিত।’
এর আগে সুকান্ত মজুমদার গতকাল রাতে টুইট করে লিখেছিলেন, ‘মোমিনপুর-খিদিরপুরের পরিস্থিতি জানতে পেরে খুবই উদ্বিগ্ন। সেখানকার পরিবারদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার কখন পদক্ষেপ করবেন এই নিয়ে।’ প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার মোমিনপুরে দোকান ও বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে গতকাল লক্ষ্মীপুজোর দিন। এরপর একবালপুর থানায় ভাঙচুরের অভিযোগও ওঠে। এই আবহে আজকে সেই এলাকা পরিদর্শন করতে যাচ্ছিলেন সুকান্ত। তবে মাঝ পথে বাধা পেয়ে ডিসি ইস্ট গৌরব লালের সঙ্গে কথা বলেন সুকান্ত। শেষে তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতাদের গ্রেফতার করা হয়।