রাজ্যের নবনিযুক্ত DGP রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজীব কুমারের বিরুদ্ধে সারদা কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এক্স হ্যান্ডেলে শুভেন্দুবাবু লিখেছেন, মাননীয় সলিসিটর জেনারেলের বক্তব্য অনুসারে একজন ব্যক্তি যিনি গ্রেফতারি এড়াতে স্বেচ্ছায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন। যাঁর বিরুদ্ধে তদন্ত চলাকালীন প্রাসঙ্গিক দস্তাবেজ গোপন করার অভিযোগ রয়েছে যাতে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ প্রভুদের তিনি রক্ষা করতে পারেন, তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের DG পদে বসিয়ে সারদাকাণ্ডের প্রধান সুবিধাভোগীর উপযুক্ত পুরস্কৃত করেছেন।
তাঁর দাবি, সারদাকাণ্ডের সিবিআই তদন্তকে বিপথে চালিত করতে তাঁর কালিমাময় ভূমিকা সত্বেও লোকসভা নির্বাচনের আগে তাঁর নিয়োগ কলঙ্কজনক।
শুভেন্দু বলেন, এই কুখ্যাত ব্যক্তি গ্রেফতারির আশঙ্কায় আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তে সহযোগিতার শর্তে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তার পর থেকে মামলার আর কোনও শুনানি হয়নি।
তাঁর প্রশ্ন, এই রকম একজন সন্দেহজনক ব্যক্তিকে ডিজির পদে বসানো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর বিরুদ্ধে আদালত কোনও নির্দেশ দিলে পশ্চিমবঙ্গের মান সম্মান কি বজায় থাকবে?
এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভোন্দু অধিকারী বলেন, সিবিআইয়ের উচিত সুপ্রিম কোর্টে রাজীব কুমারের আগাম জামিনের মামলা যাতে ওঠে তার ব্যবস্থা করা। আর সিবিআই যদি তা না করে তাহলে রাজ্যের সাধারণ মানুষ সেই ব্যবস্থা করবে।