বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ইডির তল্লাশির পরই আইনজীবী সঞ্জয় বসুকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু

ইডির তল্লাশির পরই আইনজীবী সঞ্জয় বসুকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু

শুভেন্দু অধিকারী ও সঞ্জয় বসু।

শুভেন্দুবাবুর দাবি, ‘আজকে এই অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী নিজে বিচলিত। ডিজিপি অনেককে অনেক নির্দেশ দিয়েছেন তার তথ্যপ্রমাণ আমরা পাচ্ছি। কলকাতার পুলিশ কমিশনার বিভিন্ন সংবাদ চ্যানেলকে ফোন করে বলেছেন, আপনারা এটা নিয়ে বেশি প্রচার করবেন না।

চিটফান্ড দুর্নীতিতে বুধবার আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। তার পরই সঞ্জয় বসুর উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় কুকর্মের সাথী এই সঞ্জয় বসু।

বুধবার সকালে আলিপুরের বিলাসবহুল আবাসনের দ্বিতীয় তলে সঞ্জয় বসুর ফ্ল্যাটে পৌঁছয় ইডির দল। সেখানে দীর্ঘ তল্লাশি চালায় তারা। জিজ্ঞাসাবাদ করা হয় আইনজীবীকেও। এর পর বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, ‘সঞ্জয় বসু শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী নন, তিনি সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের স্থায়ী আইনজীবী। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যত অপকর্ম করেছেন তার মূল সাগরেদ হচ্ছে সঞ্জয় বসু। শুধু তাই নয়, উত্তরবঙ্গ থেকে আসানসোল, পুলিশকে সংগঠিত করে টাকা তুলছে এই সঞ্জয় বসু। গোটা রাজ্যে তৃণমূলের যত টাকা সংগ্রহ হচ্ছে তার দায়িত্ব রয়েছে সঞ্জয় বসুর ঘাড়ে। গোয়া, মেঘালয়, ত্রিপুরায় যে টাকা খরচ হয়েছে সেই টাকা তোলার দায়িত্ব আগে বিনয় মিশ্রর ছিল, এখন সঞ্জয় বসুর’।

শুভেন্দুবাবুর দাবি, ‘আজকে এই অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী নিজে বিচলিত। ডিজিপি অনেককে অনেক নির্দেশ দিয়েছেন তার তথ্যপ্রমাণ আমরা পাচ্ছি। কলকাতার পুলিশ কমিশনার বিভিন্ন সংবাদ চ্যানেলকে ফোন করে বলেছেন, আপনারা এটা নিয়ে বেশি প্রচার করবেন না। আমার অনুরোধ থাকল। টিভি চ্যানেলের মাথাদের কাছে ১২টা থেকে ৩টের মধ্যে ফেসটাইমে এই কল গিয়েছে। অর্থাৎ সরকার ফেঁসে গেছে। কাজরী ব্যানার্জি, জিট্টা, তার পর কাকু সুজয়কৃষ্ণ ভদ্র, আর আজকে সঞ্জয় বসু, আর চৌকাঠ পেরনোর জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না’।

 

বন্ধ করুন