বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নবান্ন অভিযান ঘিরে পুলিশ–পার্শ্বশিক্ষকদের খণ্ডযুদ্ধ, তোলপাড় রাজপথ

নবান্ন অভিযান ঘিরে পুলিশ–পার্শ্বশিক্ষকদের খণ্ডযুদ্ধ, তোলপাড় রাজপথ

নবান্ন অভিযান ঘিরে পুলিশ–পার্শ্বশিক্ষকদের খণ্ডযুদ্ধ, তোলপাড় রাজপথ। (ছবি সৌজন্য পিটিআই)

নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল ময়দান চত্বরে।

বেতন কাঠামো পুনর্গঠন–সহ একাধিক দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন পার্শ্বশিক্ষকরা। নবান্ন অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার ধুন্ধুমার হল ময়দান চত্বরে। শিক্ষক সংগঠকদের অভিযোগ, আদালতের অনুমতি নিয়েই তাঁরা নবান্ন অভিযান শুরু করলেও পুলিশ তাঁদের আটকে ফের শহিদ মিনার চত্বরের ময়দানে ফিরিয়ে দেয়। সেখানে ওই শিক্ষকেরা অবস্থান বিক্ষোভ শুরু করেন।

জানা গিয়েছে, এর আগে একই দাবিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছিল আন্দোলনকারীদের। এমনকী ঘেরাও করা হয় বিকাশ ভবনও। কিন্তু বর্তমান সরকার প্রতিশ্রুতি পূরণ করেননি বলে অভিযোগ পার্শ্বশিক্ষকদের। এরপরই বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ হিসেবে নবান্ন অভিয়ানের ডাক দেওয়া হয়।

সোমবার পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ, শিক্ষাবন্ধু যৌথমঞ্চ, পার্শ্বশিক্ষক সংগঠন, এসএসকে এমএসকে শিক্ষক সংগঠন, বৃ্ত্তিমূলক শিক্ষক সংগঠন, কম্পিউটার শিক্ষকদের সংগঠন, মাদ্রাসা শিক্ষক সংগঠন–সহ ১৩টি সংগঠনের প্রতিনি‌ধিরা জড়ো হয়েছিলেন শহিদ মিনারের ময়দান চত্বরে। সেখান থেকেই তাঁরা মিছিল করে নবান্নের দিকে যাত্রা শুরু করেন। প্রথমে পুলিশ তাঁদের বাধা দিতে গেলে শিক্ষকেরা ব্যারিকেড টপকে চলে যান। শেষে পুলিশ ফের ডাফরিন রোডের কাছে তাঁদের আটকে দেয়। সেখানেই শুরু হয় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি।

পুলিশের অভিযোগ, পার্শ্বশিক্ষকদের অভিযান শুরুর আগেই রেড রোড, শহিদ মিনার, লেডি ডাফরিন রোড ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙে নবান্নের পথে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। ফলে শুরু হয় পুলিশ–বিক্ষোভকারী শিক্ষকদের ধস্তাধস্তি। পরে লেডি ডাফরিন রোড–সহ কয়েকটি জায়গায় অবস্থানে বসে পড়েন আন্দোলনকারী।

ঘটনার জেরে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি কয়েকজন পুলিশকর্মীও আঘাত পান। পুলিশ বিক্ষোভরত শিক্ষকদের একাংশকে প্রিজন ভ্যানে তুলে দেয়। কিছুক্ষণ পরে তাঁদের ছেড়েও দেওয়া হয়। শিক্ষকেরা নবান্ন অভিযানে বাধা পেয়ে শহিদ মিনার চত্বরে ফিরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধরনা উঠবে না। এরপরে বিকেল পাঁচটা থেকে প্রায় ৫০০ জন শিক্ষক অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন।

এই প্রথম নয়, আগেও পার্শ্বশিক্ষকদের আন্দোলনে পুলিশি দমনপীড়নের অভিযোগ উঠেছিল। এবারও একই অভিযোগ উঠল। দাবিদাওয়া না মেটা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকরা। শিক্ষকদের এই ধর্না অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘শিক্ষকদের দাবি যতটা সম্ভব বাস্তবসম্মতভাবে পূরণ করা যায়, তা ধাপে ধাপে করা হচ্ছে।’

বাংলার মুখ খবর

Latest News

'দেশ জানে দুর্নীতির টেম্পোর চালক আর খালাসি কে’, মোদীকে পাল্টা দিলেন রাহুল গুগল ওয়ালেট পাওয়া যাবে ভারতের অ্যান্ড্রয়েডে, ২০টি বড় ব্র্য়ান্ডের সঙ্গে গাঁটছড়া ভারতীয়দের চেহারা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর স্যাম পিত্রোদাকে তুলোধোনা কঙ্গনার রবীন্দ্রজয়ন্তীতে একসঙ্গে নাচ, আরও কাছাকাছি অনিকেত-শ্যামলী, তারপর? তৃতীয় দফায় কত ভোট পড়ল বাংলার চার কেন্দ্রে? শ্রেয়স, তুষারকে নিয়ে শুরু করেছিলেন ছবি, শেষের আগেই প্রয়াত পরিচালক সঙ্গীত শিবন Video: 'ডাল মে কুছ কালা হ্যায়', আদানি-আম্বানির নাম তুলে রাহুলকে টার্গেট মোদীর রোহিত IPL 2025-এ MI-এর হয়ে খেলবেন না, বড় দাবি করলেন পাক কিংবদন্তি আক্রম HS মেধা তালিকায় নজর কাড়ল কোচবিহারের সুনীতি একাডেমি, সফলতার মন্ত্রটা জানুন প্রয়াত জ্যাক অলিভঅয়েল গ্রুপ ও হ্যানিম্যান ল্যাবরেটরির কর্ণধার রসময় দাস

Latest IPL News

বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা! IPL-সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক একটু হলেই হতে পারত বড় বিপদ- চার মারলেন যশস্বী, অল্পের জন্য রক্ষা পেলেন বাটলার ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক? IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.