বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Hare school: ঐতিহ্যশালী হেয়ার স্কুলে জঞ্জালের স্তূপ, পরিষ্কারে হস্তক্ষেপ করল শিক্ষা দফতর

Hare school: ঐতিহ্যশালী হেয়ার স্কুলে জঞ্জালের স্তূপ, পরিষ্কারে হস্তক্ষেপ করল শিক্ষা দফতর

হেয়ার স্কুল। ছবি : ফেসবুক 

এই বিষয়টি শিক্ষা দফতরের কাছে পৌঁছতেই স্কুল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়। সেই সঙ্গে দুজন অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ করে দ্রুত স্কুল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, স্কুলের বারান্দায় দীর্ঘদিন ধরে কাগজ প্লাস্টিকের টুকরো আবর্জনা পড়ে রয়েছে। 

কলকাতার বহু প্রাচীন স্কুলগুলির মধ্যে অন্যতম একটি স্কুল হল হেয়ার স্কুল। প্রায় ২০৪ বছরের পুরনো এই স্কুলকে কলকাতার গর্ব বলে গণ্য করা হয়ে থাকে। ইতিহাসের বহু ঘটনার সাক্ষী রয়েছে এই স্কুল। কিন্তু ঐতিহ্যবাহী এই স্কুলে জমে উঠেছে জঞ্জালের স্তূপ। স্কুলের বারান্দা তো বটেই এমনকী শ্রেণীকক্ষেও জঞ্জালের স্তুপ জমা হয়ে রয়েছে। বর্ষার মরশুমে এমনিতেই ডেঙ্গুর বারবাড়ন্ত থাকে। তার ওপর শতাব্দী প্রাচীন স্কুলে এমন অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি হওয়ায় প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। এমন অবস্থায় এই স্কুলের জঞ্জাল পরিষ্কার করার জন্য হস্তক্ষেপ করল কলকাতা জেলা শিক্ষা দফতর। 

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের জেরে মারাত্মক ক্ষতি স্কুলগুলিতে, চুরির রিপোর্ট এল নবান্নে

জানা গিয়েছে, এই বিষয়টি শিক্ষা দফতরের কাছে পৌঁছতেই স্কুল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়। সেই সঙ্গে দুজন অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ করে দ্রুত স্কুল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, স্কুলের বারান্দায় দীর্ঘদিন ধরে কাগজ প্লাস্টিকের টুকরো আবর্জনা পড়ে রয়েছে। এমনকী শ্রেণিকক্ষের বেঞ্চের নিচে জঞ্জালের স্তূপ জড়ো হয়ে রয়েছে। তাছাড়া শৌচাগরের অবস্থা এমন যে পড়ুয়ারা সেখানে ঢুকতেই পারে না। স্কুলের শ্রেণিকক্ষ দেখে মনে হচ্ছে যেন ভ্যাট। এমতাবস্থায় অভিভাবকরা বারবার স্কুল কর্তৃপক্ষকে পরিষ্কার করার জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু, তারপরে কোনও কাজ হয়নি বলে অভিযোগ। তাঁদের প্রশ্ন, ঐতিহ্যশালী সরকারি স্কুলের এমন দশা কেন হবে? জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে তিনজন অস্থায়ী সাফাই কর্মী থাকার কথা। কিন্তু, তার মধ্যে দুজন নেই। এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ সাফাই কর্মী রাখার বিষয়ে কেন উদ্যোগী হয়নি। যদিও স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত ভট্টাচার্য জানান, স্কুলে একজন সাফাই কর্মী রয়েছেন। তবে তিনি কোনওদিন আসেন আবার কোনওদিন আসেন না। পূর্ত দফতরের একজন সাফাই কর্মী কাজ বন্ধ করে দিয়েছেন। পরে ৫ নম্বর বোরো চেয়ারম্যানের সঙ্গে কথা বলে একজন সাফাই কর্মীকে আনা হয়েছে। এখন স্কুল সাফাইয়ের কাজ শুরু হয়েছে। সর্বশিক্ষা মিশন থেকে সাহায্য দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

যদিও স্কুল নিয়মিত পরিষ্কার রাখার জন্য স্থায়ী নিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন স্কুলের পরিচালন সমিতির সম্পাদক সৌগত বসু। তিনি বলেন, রাজ্যের ৩৯ টি সরকারি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মী নেই। যার ফলে নিয়মিত সাফাইয়ের কাজ বিদ্যালয়ে হচ্ছে না। তাই নিয়মিত স্কুল পরিষ্কার রাখতে গেলে স্থায়ী সাফাই কর্মী নিয়োগ করতে হবে।

 

বাংলার মুখ খবর

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.