বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > East-West Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমায় বড় বদল, সকাল ৭টাতেই চালু

East-West Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমায় বড় বদল, সকাল ৭টাতেই চালু

সোমবারই উদ্বোধন শিয়ালদহ মেট্রোর। সংগৃহীত ছবি

ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যাত্রীর সংখ্যা এবার একলাফে বেড়ে যেতে পারে। যাত্রী পরিষেবার ক্ষেত্রে এবার বদল আসতে চলেছে। সকাল সকাল চালু হয়ে যাবে প্রথম মেট্রো। 

সোমবার উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো স্টেশনের। একেবারে সাজো সাজো রব। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বহু প্রতীক্ষিত মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন। এসবের মধ্যেই এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা বৃদ্ধি করা হল। পাশাপাশি শিয়ালদহ মেট্রো চালু হলে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে যাত্রী সংখ্যা একলাফে বেড়ে যেতে পারে বলে মনে করছে অভিজ্ঞ মহল। সেকারনে আগে থেকে সবদিক বিবেচনা করে নামছে মেট্রো কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হত সকাল ৮টা নাগাদ। এবার সেই সময় এগিয়ে এল এক ঘণ্টা। এবার সকাল ৭টাতেই চালু হয়ে যাবে মেট্রো।

এদিকে এতদিন সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ মেট্রো ছাড়ত। তবে এবার মেট্রো শেষের সময়সীমাও বেড়ে গেল। রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো চালু থাকবে। এমনটাই জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। পাশাপাশি আগামী দিনে যাত্রীর সংখ্যা বাড়লে রবিবারও মেট্রো চালানো হতে পারে। তবে সূত্রের খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় দিনে ১০০টি মেট্রো চালানো হবে। 

মেট্রো সূত্রে খবর, এবার দিনের ব্যস্ত সময়ে ১০ মিনিট অন্তর মেট্রো চলবে। পাশাপাশি দিনের অন্যান্য সময়ে প্রতি ১২ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। মূলত যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। 

বন্ধ করুন