বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিষ্ক্রিয় আইপ্যাক, রাশ হাতে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো

লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিষ্ক্রিয় আইপ্যাক, রাশ হাতে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরসভা নির্বাচনের সময়ও আইপ্যাকের সঙ্গে গোলমাল বেঁধেছিল। একটা প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছিল। পরে সেটা সরিয়ে আর একটা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বলা হয় টেকনিক্যাল ফেলিওর। তারপর সব মিটে যায়। কিন্তু এখন আবার ঠাণ্ডা লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে। তবে এটার শেষ কেমন করে হবে সেটাই এখন দেখার।

ভোটকুশলী প্রশান্ত কিশোর কলকাতায় এসেছেন। আর সামনে লোকসভা নির্বাচন। যা নিয়ে তামাম বিরোধীরা একছাতার তলায় এসে তৈরি করেছেন ইন্ডিয়া জোট। আর এই কাজে নাকি সহায়তার দায়িত্ব পালন করছে না আইপ্যাক বলে খবর। যদিও ২০২৬ সাল পর্যন্ত আইপ্যাক সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেসের চুক্তি রয়েছে। লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে তাঁদের ‘কাজ নেই’ এখন। এমনই খবর বাজারে রটেছে। মতপার্থক্যের জেরে দলের উপর তলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পেশাদার এই সংস্থার শীর্ষ কর্তারা আপাতত অপেক্ষা করছেন পরবর্তী নির্দেশের জন্য। তবে প্রশান্ত কিশোরের সঙ্গে এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে কিনা সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কেউ মুখ খোলেননি।

সদ্য নবীন–প্রবীণ নিয়ে দলের অন্দরে একটা ভাগ হয়েছে। পরে তা মিটে গেলেও এই লোকসভা নির্বাচনে আইপ্যাক কতটা কাজ করবে তা নিয়ে এবার সন্দেহ দেখা দিয়েছে। একুশের নির্বাচনে এই সংস্থাকে কাজে লাগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে সাফল্যও মিলেছিল। তবে দলের অন্দরে নবীন–প্রবীণ দ্বন্দ্বে সংগঠনের রাশ হাতে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং লোকসভা নির্বাচন পরিচালনায় তাঁর ভূমিকাই প্রধান ও শেষ, এই বার্তাও সামনে আসছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এখন দলীয় নেতাদের সাংগঠনিক কাজের প্রয়োজনীয় দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী। তাই পরামর্শদাতার কাজে তেমন নেই।’

এদিকে দু’‌দিন আগে দলের এক্স হ্যান্ডেলের প্রোফাইল পিকচার বদলানো হয়েছে। সেখানে মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’‌জনের ছবিই রয়েছে। এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটু পিছিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এভাবেই ছবিটি দেওয়া হয়েছে। আবার সদ্য জেলা স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই বৈঠকে ‘আইপ্যাক’–এর প্রতিনিধি উপস্থিত থাকলেও কোনও মতামত দেননি। আইপ্যাক এখন দলের ডিজিটাল প্রচারটুকুই দেখছে। তবে এই সংস্থার পক্ষ থেকে সেভাবে কেউ মুখ খুলতে চাননি। যেটুকু জানা যাচ্ছে, অভিষেকের নির্দেশ এলেই কাজ শুরু হবে। মোটামুটি সব তৈরিই আছে। নির্দেশ পেলে সেটা কার্যকর করতে এক সপ্তাহ সময় লাগবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:‌ বিভাগীয় প্রধানদের কড়া নির্দেশ মুখ্যসচিবের, তলব তৃণমূল জমানায় নিয়োগের তথ্য‌

অন্যদিকে পুরসভা নির্বাচনের সময়ও আইপ্যাকের সঙ্গে গোলমাল বেঁধেছিল। একটা প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছিল। পরে সেটা সরিয়ে আর একটা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বলা হয় টেকনিক্যাল ফেলিওর। তারপর সব মিটে যায়। কিন্তু এখন আবার ঠাণ্ডা লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে। তবে এটার শেষ কেমন করে হবে সেটাই এখন দেখার। একেবারে নীচুতলা থেকে প্রচারে অংশ নিয়ে দলের রাজ্য, জেলা এবং ব্লক স্তরকে সাজিয়ে দিয়েছিল আইপ্যাক। একদিন আগেই অবশ্য জেলাস্তরে ব্লক সভাপতি দের বদল করা হয়েছে। এখন কার্যত নিস্তেজ হয়ে আছে আইপ্যাক।

বাংলার মুখ খবর

Latest News

একী পোশাক, এতো শুধুই আঁচল! ২৩ ফুট লম্বা! সব্যসাচীর শাড়ি পরে মেট গালায় আলিয়া ‘লাওয়ারিশ বাচ্চাগুলোকে সরাও!’ ভিড় নিয়ন্ত্রণে মঞ্চ থেকে এসব কী বললেন মহুয়া! হীরামান্ডিতে ওরাল সেক্স, হঠাৎ BJP-তে যোগ দিয়ে শেখর সুমন বলছেন, ‘কালও অবধি…’ শেখর সুমনের সঙ্গে ওরাল সেক্সের দৃশ্য! অংশ ছিল না চিত্রনাট্যের, ফাঁস করলেন মনীষা কেন এত দেরি? দুই দফার আসন ভিত্তিক ভোট শতাংশ প্রকাশের দাবিতে কমিশনে চিঠি তৃণমূলের বাংলার ভোটের ময়দানে মার খেল 'হিটলার'! দাবি উঠল CPIM প্রার্থী সেলিমের গ্রেফতারির ১০ বছর পরে দুর্দান্ত শুক্রাদিত্য যোগ! কারা হবেন লাকি? অ্যাকাউন্ট ভরে উঠবে টাকায় ‘মাথাব্যথা হলে পুরো মাথাই কেটে ফেলে হয় না’, SSC মামলা নিয়ে শুনানি সুপ্রিম কোর্টে বর কাঞ্চনের জন্মদিনে প্রেমের বৃষ্টি, ভিজলেন শ্রীময়ী কোনও মহিলা ফ্যান নয়, গাল টিপে, অনির্বাণকে জড়িয়ে একী করলেন অঙ্কুশ!

Latest IPL News

মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত শর্মা? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.