রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল সেদিন। এমনই মনে করেন বিরোধীরা। নিজের বক্তব্যেও প্রধানমন্ত্রীর বার্তা ছিল, আমি আর শ্রীরামচন্দ্র। এবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রোঁ’র হাতে রামমন্দিরের রেপ্লিকা তুলে দেওয়া হল। ফরাসি প্রেসিডেন্টের বাঁ–হাতে রামমন্দিরের রেপ্লিকা দেখতে পেয়েছে সবাই। তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। আর এটা নিয়েই নিজের এক্স হ্য়ান্ডেলে ভিডিয়ো পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
ঘটনাটি ঠিক কী ঘটেছে? বিজেপি চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু করে সামনে নিয়ে আসতে। হিন্দুত্বের বার্তা দিতেই রাজ্যে রাজ্যে প্রচার শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে এটাই প্রচারের মূল ভিত্তি হবে। রামমন্দির, হিন্দু রাষ্ট্র থেকে হিন্দুত্বের প্রচার। তাই দেশের সাধারণতন্ত্র দিবসে বিশেষ অতিথি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। রাজস্থানের জয়পুরে তাঁর সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এখানেই ঘটনার ক্লাইম্যাক্স। রোড–শো করা হয় এখানে। তারপর ফরাসি প্রেসিডেন্টের হাতে রাম রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী। যা নিয়ে বিস্তর প্রচার শুরু হয়েছে। সেই ইস্যু এক, বিশ্বগুরু।
তারপর ঠিক কী ঘটল? এই দেখা হওয়া এবং রামমন্দিরের রেপ্লিকা দেওয়ার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেটাকে ধরেই এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ওই ভিডিয়োটি পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় পরিষ্কার দেখা যাচ্ছে, ম্যাক্রোঁর বাঁ–হাতে রয়েছে রামমন্দিরের প্রতিরূপ (রেপ্লিকা)। তিনি সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। আর ফরাসি প্রেসিডেন্টের ডান হাতের তালু ধরে আছেন নরেন্দ্র মোদী। এই গোটা বিষয়টি নিয়ে মহুয়া লিখলেন, ‘তাঁদের জন্য ২ মিনিট নীরবতা, যাঁরা এখনও নরেন্দ্র মোদীকে হিন্দু্ত্বের ধ্বজাধারী বলে মনে করেন।’
আরও পড়ুন: বাংলার ২২ জন পুলিশ কর্তা পেতে চলেছেন রাষ্ট্রপতি পুরস্কার, সাধারণতন্ত্র দিবসে প্রাপ্তি
আর কী জানা যাচ্ছে? মহুয়া মৈত্রের এই টুইট সরাসরি প্রধানমন্ত্রীকে খোঁচা দেওয়া তো বটেই, একইসঙ্গে যাঁরা তাঁকে বিশ্বগুরু প্রতিপন্ন করতে চাইছেন তাঁদেরও নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। যদিও এই খোঁচা খেয়ে কোনও প্রতিক্রিয়া দেননি গেরুয়া শিবিরের নেতারা। বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে শোনা গিয়েছিল, ‘রামলালা বিরাজমান’। অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য়মণি ছিলেন এই নরেন্দ্র মোদীই। বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হয়েছে তাঁর হাতেই। ২২ জানুয়ারি সেই অনুষ্ঠান দেশজুড়ে সম্প্রচারিত হয়েছে।