এখন এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ–তে স্থানান্তরিত করা হয়েছে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। এখন তাঁর অবস্থা অনেকটা স্থিতিশীল। এখন রক্তচাপ অনেকটা স্বাভাবিক আছে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বন মন্ত্রীকে। সোমবার রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাই রাতেই তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ–তে পাঠানো হয়। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর অবস্থা কিছুটা জটিল হলেও এখন বিপন্মুক্ত। মঙ্গলবার সকালে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
এদিকে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, রাতে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে পড়ে যান মন্ত্রী। তখনই ৫ নম্বর কেবিন থেকে মন্ত্রীকে আইসিসিইউ’র ১২ নম্বর কেবিনে স্থানান্তরিত করা হয়। এই অসুস্থতাকে চিকিৎসকদের পরিভাষায় বলে নিউরো কার্ডিওজেনিক সিনকোপ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই জ্যোতিপ্রিয় মল্লিককে আইসিসিইউ–তে রাখা হয়েছে। মন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। মেডিসিন, স্নায়ু, হৃদরোগ বিশেষজ্ঞ, কিডনি এবং ইউরোলজি বিশেষজ্ঞদের নিয়ে এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অবস্থা আরও স্থিতিশীল হলে তাঁকে বের করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে প্রেসিডেন্সি জেল হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক কয়েকদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। সূত্রের খবর, নানা রোগে ভুগছিলেন মন্ত্রী। তাই তাঁর চিকিৎসার জন্য় তৈরি করা হয় মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড। স্নায়ু রোগের চিকিৎসকরা জ্যোতিপ্রিয় মল্লিককে পরীক্ষা করেন। রাজ্যের বনমন্ত্রীর কিডনি ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। গ্রেফতার হওয়ার পর ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে প্রথম দিনের শুনানিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর তাঁকে ইডি হেফাজতে রাখা হয়। ইডি হেফাজত থেকে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন তাঁর অসুস্থতা নিয়ে। তাঁর শরীরের একটা অংশ অসার হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: শহরের ১৮টি ওয়ার্ডে জল বন্ধ থাকবে, কতদিন এমন চলবে? জানাল কলকাতা পুরসভা
ইডি হেফাজতে ১৪ দিন থাকার পর জ্যোতিপ্রিয় মল্লিকের জেল হেফাজত হয়। তখন প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন। সেখানে থাকাকালীন আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন। এই অবস্থায় বনমন্ত্রীকে ভর্তি করা হয়েছিল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। ইডি হেফাজতে যাওয়ার পরও তাঁর বেশকিছু সমস্যা দেখা দিয়েছিল। তখন থেকেই তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার রক্তচাপ কমে যাওয়ায় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আইসিসিইউ–তে ভর্তি করা হয়।