বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিধানসভায় বিধায়ক পদে ইস্তফা দিলেন তৃণমূল নেতা তাপস রায়, যোগ দেবেন বিজেপিতে?‌

বিধানসভায় বিধায়ক পদে ইস্তফা দিলেন তৃণমূল নেতা তাপস রায়, যোগ দেবেন বিজেপিতে?‌

বিধায়ক তাপস রায়।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সংসদের টিকিট দেওয়ার বিরোধিতা করে আসরে নামেন তাপস। তার পর থেকেই তাঁর সম্পর্কে দলের ভিতরে–বাইরে গুঞ্জন শোনা যাচ্ছিল দলত্যাগ নিয়ে। তাপস আজ সাংবাদিকদের সামনে দাবি করেন, ওরা যখন আমাকে বোঝাতে এসেছিল, তার মধ্যেই সুব্রত বক্সি শোকজ নোটিশ পাঠিয়েছেন কুণালকে।

পদত্যাগ করতেই বিধানসভায় গেলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। এটাই এখন বড় খবর রাজ্য–রাজনীতিতে। দলের দুর্নীতি এবং সন্দেশখালির ঘটনার পর থেকে মুখ দেখাতে পারছেন না তৃণমূল কংগ্রেসের বরাহনগরের বর্ষীয়ান বিধায়ক তাপস রায়। তাই আজ, সোমবার সাংবাদিকদের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তাঁর বাড়িতে ইডি অভিযান করার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেননি বলে অভিমান জানিয়ে বিধানসভায় গেলেন বরাহনগরের বিধায়ক। তাপস রায় বিধানসভায় পৌঁছে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে তাঁর হাতে ইস্তফাপত্র দেন তাপস। দল এবং বিধায়ক পদ ছেড়ে দিলেন তাপস রায়।

এদিকে এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্যই দূত হিসাবে তাপস রায়ের বাড়িতে পৌঁছে যান ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। দীর্ঘ বৈঠকের পর মান ভাঙাতে পারলেন না দুই নেতা। এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। তিনি জানান, দলে অবহেলিত, উপেক্ষিত এবং অসম্মানিত। সুতরাং ব্রাত্য, কুণালের ‘দৌত্য’ যে কাজে লাগেনি সেটা তাঁর বক্তব্যে স্পষ্ট। তাপস রায় বলেন, ‘‌২৪ বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক। অথচ ইডি অভিযানের ৫২ দিন পর একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার খোঁজ নেয়নি। দল পাশে দাঁড়ায়নি। বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন। অথচ আমার বাড়িতে ইডি হানার কথা উল্লেখ করতেই পারতেন। আমি আহত, আঘাতপ্রাপ্ত।’‌

আরও পড়ুন:‌ শিলিগুড়িতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী, চতুর্থ দফার সমাবেশ নিয়ে জোর গুঞ্জন

অন্যদিকে সাংবাদিকদের নানা কথা বলে কোনওরকমে স্থান ত্যাগ করেন কুণাল ঘোষ। আসতে তাঁরা বুঝতে পেরেছিলেন আর ঠেকানো যাবে না। তাহলে কি বিজেপিতে যোগ দেবেন তাপস রায়?‌ এই প্রশ্নের কোনও উত্তর দেননি বরাহনগরের বিধায়ক। কুণাল ঘোষ আজ বলেন, ‘‌আমি প্রায়ই তাপসদার বাড়িতে আসি। আজও এসেছি। নানা বিষয়ে কথাবার্তা হয়।’‌ তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতাই এটাকে নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বললেও মানভঞ্জনেই তাঁরা এসেছিলেন সেটা স্পষ্ট। আর তাপস রায় বলেন, ‘এত বছরে এই প্রথমবার আমি বিধানসভার বাজেট অধিবেশনে সেভাবে থাকতে পারিনি। আমি মনে করি, যে কোনও কাজে একটা স্বতঃস্ফূর্ত থাকা উচিত। এত বছর ধরে আমি তৃণমূল করছি।’‌

এছাড়া কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সংসদের টিকিট দেওয়ার বিরোধিতা করে আসরে নামেন তাপস রায়। তার পর থেকেই তাঁর সম্পর্কে দলের ভিতরে–বাইরে গুঞ্জন শোনা যাচ্ছিল দলত্যাগ নিয়ে। তাপস আজ সাংবাদিকদের সামনে দাবি করেন, ‘‌ওরা যখন আমাকে বোঝাতে এসেছিল, তার মধ্যেই সুব্রত বক্সি শোকজ নোটিশ পাঠিয়েছেন কুণালকে। কুণাল ও ব্রাত্য দু’‌জনেই আমার ভাইয়ের মতো। ওরা আমার সঙ্গে কথা বলতে এসেছিল। মাঝেমধ্যেই আসে। রাজনীতিতে আমার সততা কারও অজানা নয়। নিজের দলের লোকই যদি আমার বিরুদ্ধে চলে যায়, সেটা দুর্ভাগ্যের। আমার বাড়িতে একটা সাজানো ইডি অভিযান হল।’‌ প্রবীণ এই রাজনীতিক বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

সমকোণে 'মুখোমুখি' পুজো ও দ্রোহের কার্নিভাল, নেতাজি মূর্তিতে মিলবে উৎসব-প্রতিবাদ ৪ দিনেই ২০ কোটি পার রাজকুমারের 'ভিকি বিদ্যা'র! কোথায় দাঁড়িয়ে আলিয়ার ‘জিগরা’? অতিরিক্ত রাগ উত্তেজনা কাদের সম্পর্কে ধরাবে ফাটল? কী বলছে আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল Video- শেষ ওভারে পাঠান ম্যাজিক! হায়দরাবাদকে হারিয়ে LLC-র ফাইনালে কোনার্ক সূর্য! মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল কার্নিভাল নয়, ডাক্তারদের দ্রোহের উৎসবে চৈতি-দেবলীনারা, গাইলেন রবি-নজরুল গান কোন কোন রাস্তা বন্ধ থাকবে পুজো কার্নিভালের জন্য? কোথা দিয়ে হাঁটবেন? রইল তালিকা ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.