বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > VP Election- সংকটে পড়েছে তৃণমূল! জগদীপ ধনখড় প্রসঙ্গে ঘাসফুল শিবিরকে খোঁচা দিলীপের

VP Election- সংকটে পড়েছে তৃণমূল! জগদীপ ধনখড় প্রসঙ্গে ঘাসফুল শিবিরকে খোঁচা দিলীপের

জগদীপ ধনখড় ও মমতা বন্দ্যোপাধ্যায়। (PTI Photo) (PTI)

দিলীপ ঘোষ বলেন, আমরাও জানতাম না এই সিদ্ধান্ত নেওয়া হবে। খুব সাহসী সিদ্ধান্ত হয়েছে।

দার্জিলিংয়ে একই ফ্রেমে সম্প্রতি দেখা গিয়েছিল জগদীপ ধনখড়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। এই ছবি দেখে হতবাক হয়েছিলেন অনেকেই।  তবে অবাক হওয়ার এখানেই শেষ নয়। এবার বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে এনডিএ। যে রাজ্যপাল গত কয়েকবছর ধরে বার বার রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনিই এনডিএর প্রার্থী। তাঁকে রাজ্যপাল পদ থেকে সরাতেও নানা মহলে তদ্বির শুরু করেছিল তৃণমূল। সেক্ষেত্রে এবার কী করবে তৃণমূল?

এনিয়ে এবার কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরাও জানতাম না এই সিদ্ধান্ত নেওয়া হবে। খুব সাহসী সিদ্ধান্ত হয়েছে। তৃণমূলের সমর্থন কি পেতে পারেন তিনি? এনিয়ে দিলীপ ঘোষ বলেন, তাঁরা তো দ্রৌপদী মুর্মুকেও সমর্থন করতে পারতেন। তাঁরা নৈতিক দিক থেকে সমর্থন করছেন। কিন্তু বাস্তবে করতে পারছেন না। এই ধরনের রাজনীতি বিচিত্র। তাঁরা তো সংকটের মধ্য়ে আছেন। মন থেকে চাইলেও বাস্তবে সমর্থন করতে পারছেন না। তবে এখন তো আগে থেকে ঘোষণা হয়ে গিয়েছে। তাঁরা সমর্থন করতে চাইলে স্বাগত। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে বাঁচানোর জন্য তাঁর যে লড়াই তা স্মরণীয় হয়ে থাকবে। বিরুদ্ধে গিয়েছে বলে সেটা মানতে পারেননি তৃণমূল। সেকারণেই আটকেছিলেন। তবে তিনি নৈতিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

বন্ধ করুন