বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Women run substation: রাজ্যে মহিলা পরিচালিত সাবস্টেশন, দেশের মধ্যে প্রথম, বড় ঘোষণা বিদ্যুৎ দফতরের

Women run substation: রাজ্যে মহিলা পরিচালিত সাবস্টেশন, দেশের মধ্যে প্রথম, বড় ঘোষণা বিদ্যুৎ দফতরের

মহিলা ব্রিগেডের সঙ্গে মন্ত্রী। (ছবি সৌজন্যে সংগৃহীত)

সল্টলেকের ১৩২ কেভি জিআই সাবস্টেশন এবং রাজারহাটে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলিটা গার্ডেন ভিস্তা ৩৩ কেভি সাবস্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত সাবস্টেশন বলে ঘোষণা করা হয়েছে। 

সন্দেশখালিকাণ্ড এখনও টাটকা। সেখানে নারী নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এই আবহে নারী দিবসে মহিলাদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থার কয়েকটি সাবস্টেশন সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বলে ঘোষণা করল রাজ্য বিদ্যুৎ দফতর। দফতরের মতে, দেশের আর কোনও রাজ্যে মহিলা পরিচালিত সাবস্টেশন নেই। ফলে এই উদ্যোগ দেশের মধ্যে প্রথম। রাজারহাট এবং সল্টলেকে অবস্থিত দুটি সাবস্টেশনকে মহিলা দ্বারা পরিচালিত বলে ঘোষণা করেছে রাজ্য বিদ্যুৎ দফতর।

আরও পড়ুনঃ কর্মসংস্থামুখী প্রশিক্ষণ দেবে রাজ্য বিদ্যুৎ দফতর, জেনে নিন কারা পাবেন এই সুবিধা

বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের ১৩২ কেভি জিআই সাবস্টেশন এবং রাজারহাটে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলিটা গার্ডেন ভিস্তা ৩৩ কেভি সাবস্টেশনকে সম্পূর্ণ মহিলা পরিচালিত সাবস্টেশন বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার কাস্টমার কেয়ারগুলিও সম্পূর্ণ মহিলা পরিচালিত করার আশ্বাস দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কয়েকটা সাবস্টেশনকে মহিলা পরিচালিত করতে হবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ মেনেই প্রথম পদক্ষেপ হিসেবে দুটি সাবস্টেশনকে মহিলা পরিচালিত করা হল।

বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের সাবস্টেশনে ২৬ জন কর্মী রয়েছেন এবং রাজারহাটের স্টেশনে রয়েছেন ৮ জন কর্মী। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই দুটি সাবস্টেশন ১০০ শতাংশ মহিলা পরিচালিত।  সাবস্টেশন দুটিতে যদি ৮০ জন করে কর্মী থাকে তাহলে সকলেই হবেন মহিলা। অর্থাৎ সাব স্টেশনের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সমস্ত কর্মী হবেন মহিলা। 

মন্ত্রীর কথায়, প্রথম পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখালেন। গোটা দেশ এবার এই পথে হাঁটবে। অন্যদিকে, রাজ্যে বিদ্যুতের দাম বাড়বে কি না সেবিষয়ে অরূপ জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিদ্যুতের দাম লাগাতার বেড়ে চলেছে। কিন্তু, বাংলায় বিদ্যুতের দাম সেভাবে বাড়েনি। এখনও বাংলা বিদ্যুতের দাম ৭ টাকা ১২ পয়সা আছে। এই অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলেই জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও জানান, বিদ্যুৎ দফতরের সাবস্টেশন এবং বিদ্যুৎ পরিবহণের সঙ্গে যুক্ত পরিকাঠামোকে আধুনিক করা হচ্ছে। এরজন্য অনেক টাকা খরচ করছে রাজ্য।

বাংলার মুখ খবর

Latest News

‘অশৌচ’ বলেও বাড়িতে পুজোর আয়োজন! কারণ জানাতেই ট্রোলড, পোস্ট মুছলেন শ্রুতি বালিগঞ্জ ২১পল্লির পুজোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছেলের ছবি দিয়ে কী বললেন সুদীপা? ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন?' এই টুকটুকে লাল ফলই নানা রোগের মুশকিল আসান! কিন্তু মেলে বছরে মাত্র দু'মাস রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.