বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > উদ্বোধনে মোদী, দায়িত্বে কৈলাস–মুকুল, ব্রাত্য দিলীপ, নজর কাড়ছে বিজেপির দুর্গাপুজো

উদ্বোধনে মোদী, দায়িত্বে কৈলাস–মুকুল, ব্রাত্য দিলীপ, নজর কাড়ছে বিজেপির দুর্গাপুজো

সল্টলেক ইজেডসিসি–তে পরিদর্শনে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, সব্যসাচী দত্ত প্রমুখ। ছবি সৌজন্য : টুইটার

পুজো উপলক্ষে সপ্তমীতে ছৌনাচ, অষ্টমীতে বাউল আর সহজিয়া এবং নবমীতে গান করবে দোহার।

কোনও রাজনৈতিক দলের দুর্গাপুজো এ বছর প্রথম দেখবে কলকাতা। কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (ইজেডসিসি) হচ্ছে বিজেপি–র দুর্গাপুজো। আগামী বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে যার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে মণ্ডপ চত্বরে তুঙ্গে গেরুয়া শিবিরের প্রস্তুতি। আর তার মাঝেই সামনে এসেছে দলের ভেতরকার ফাটল।

বিজেপি–র মহিলা মোর্চা দ্বারা আপাত ভাবে এই পুজো পরিচালিত হলেও এর মূল দুই মাথা হলেন রাজ্য বিজেপি–র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। অথচ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (‌বর্তমান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন)‌ পুজোর সঙ্গে জড়িত কোনও কর্মকাণ্ডে রাখা হয়নি বলে অভিযোদ। বাদ পড়েছেন গেরুয়া শিবিরের একাধিক শীর্ষ নেত্বত্বে। সম্প্রতি এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‌‘‌পুজো করা দলের কাজ নয়। দল পুজো করছে না। প্রধানমন্ত্রীর ভাষণের আগে শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চার দিনের নয়, অনুষ্ঠান হবে একদিনের জন্যই।’‌

কিন্তু বাস্তবে যে তা আদৌ হচ্ছে না তা জানিয়ে দিলেন পুজোর দায়িত্বে থাকা রাজ্য বিজেপি–র সম্পাদক সঙ্ঘমিত্রা চৌধুরী। তাঁর কথায়, পুজো উপলক্ষে সপ্তমীতে ছৌনাচ, অষ্টমীতে বাউল আর সহজিয়া এবং নবমীতে গান করবে দোহার।

দলের পক্ষ থেকে আরও জানা গিয়েছে, ইজেডসিসি–তে আয়োজিত বিজেপি–র ওই দুর্গোৎসবে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। তিনি পেশাদার শিল্পী তো বটেই, একইসঙ্গে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। আর সম্প্রতি সৌরভের সঙ্গে বিজেপি–র শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌরভের ঘনিষ্ঠ যোগাযোগকে ঘিরে রাজ্য রাজনীতিতে যথেষ্ট জল্পনা ছড়িয়েছে। তাই বিজেপি–র দুর্গাপুজো ডোনা গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠান বেশ তাৎর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, বিজেপি–র এই পুজো উদ্বোধনের পাশাপাশী ষষ্ঠীর দিন ভার্চুয়াল মাধ্যমে শারদোৎসব উপলক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে নিজের বাসভবনে দুর্গাপ্রতিমা আরাধনা করতে পারেন প্রধানমন্ত্রী। ভাষণ দেওয়ার সময় তাঁর পরনে থাকতে পারে বাঙালির পোশাক ধুতি–পাঞ্জাবি। সব মিলিয়ে বিজেপি–র দুর্গাপুজোকে ঘিরে উৎসবের আমেজ আরও কিছুটা বাড়ছে বলেই মনে করছে আপামর বাঙালি।

বাংলার মুখ খবর

Latest News

রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির ‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম'

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.