ঠিক ছিল আগামী ৬ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশ শুরু হবে। বাজেট পেশ হবে ১০ ফেব্রুয়ারি। কিন্তু অধিবেশন শুরু তারিখ পিছিয়ে করা হল ৮ ফেব্রুয়ারি এবং রাজ্য বাজেট পেশের দিন করা হল ১৫ ফেব্রুয়ারি। কেন এই দিন বদল তা নিয়ে নানা জল্পনা চলছে। কেউ বলছেন জ্যোতিষীর নির্দেশেই বাজেট পেশের দিন বদল করা হয়েছে। তবে এই জল্পনাকে নিছক রটনা বলছেন সরকারের কেউ কেউ। এই দিন পিছনো নিয়ে কোনও ব্যাখ্যায় যেতে চাননি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
প্রথা মাফিক অধিবেশন শুরুর অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে ফাইল গিয়েছিল। কিন্তু ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও রাজভবন থেকে সেই ফাইল ফেরত না আসায়ে উদ্বিগ্ন হয় রাজ্যের। কিন্তু সরকারকে স্বস্তি দিয়ে ফাইল ফেরত আসে রাজভবন থেকে। ঠিক হয় ৬ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। ১০ তারিখ শুক্রবার পেশ হবে রাজ্য বাজেটে। কিন্তু পরে সেই তারিখ পাল্টে করা হয় ৮ ফেব্রুয়ারি। বাজেট পেশের দিন ঠিক হয় ১৫ ফেব্রুয়ারি।
এই দিন পরিবর্তনের কারণ হিসাবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রিপুরা সফর। প্রথম যে দিনটি ঠিক করা হয়েছিল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আগরতলা পৌঁছে। ৭ ফেব্রুয়ারি সেখানে একটি দলীয় সভায় থাকবেন তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিধানসভার বাজেট অধিবেশনের শুরু থেকেই থাকতে চাইছেন। কারণ, এ বার প্রথম বাজেট অধিবেশনে ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই অধিবেশনের দিন বদল করা হয়েছে।
পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন,'সরকারের কাছে বাজেট অধিবেশন সব সময়ই গুরুত্বপূর্ণ। তাছাড়া, এবার অধিবেশনে বাড়তি গুরুত্ব রয়েছে। নবাগত রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবারই প্রথম বিধানসভার অধিবেশন শুরু করবেন।'
তবে কোনও কোনও সংবাদমাধ্যম দাবি করেছেন, জ্যোতিষীর নির্দেশ মতো দিন পরিবর্তন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার। এর বদলে ১৫ ফেব্রুয়ারি বুধবারকে বেছে নেওয়া হয়েছে। বলা হয় অর্থকরী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বুধবার শুভ দিন। তবে জল্পনাকে মেনে নেননি সরকারপক্ষের কেউ।
৮ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে ভাষণ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ১০ ও ১৩ তারিখ তাঁর বাজেট ভাষণের উপর আলোচনা রয়েছে। ১৫ তারিখ পেশ হবে রাজ্য বাজেট ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)