বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মারধরের পর বাইকের পিছনে বেঁধে যুবককে টেনে নিয়ে গেল দুষ্কৃতীরা, মৃত্যু হাসপাতালে

মারধরের পর বাইকের পিছনে বেঁধে যুবককে টেনে নিয়ে গেল দুষ্কৃতীরা, মৃত্যু হাসপাতালে

নিহত চন্দন রায়।

ঘটনার পর থেকে এনআরএস মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন চন্দনবাবু। নবমীর রাতে তাঁর মৃত্যু হয়।

পুরনো শত্রুতার জেরে পুজোর মধ্যে যুবকের ওপর নৃশংস হামলার অভিযোগ। চার দিন হাসপাতালে লড়াই করে মৃত্যু হল চন্দন রায় (৩৫) নামে ওই যুবকের। ঘটনায় স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের রেনিয়ার।

মৃত চন্দনবাবু রিজেন্ট পার্ক থানা এলাকার দক্ষিণ আনন্দপল্লির বাসিন্দা। পঞ্চমীর দিন নরেন্দ্রপুরের রেনিয়ার ৩০ ফুট এলাকায় তাঁকে ঘিরে ফেলে দুষ্কৃতীরা। রড দিয়ে মাথায় আঘাত করে অচেতন করে তাঁকে। এর পর পায়ে দড়ি বেঁধে মোটরসাইকেলের পিছনে টানতে টানতে তাঁকে নিয়ে যায় তারা। পুলিশের টহলদারি ভ্যান দেখতে পেয়ে উদ্ধার করে আক্রান্তকে।

ঘটনার পর থেকে এনআরএস মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন চন্দনবাবু। নবমীর রাতে তাঁর মৃত্যু হয়।

ঘটনার দিনই মূল অভিযুক্ত রীতেশ গুপ্তকে গ্রেফতার করে পুলিশ। মৃতের স্ত্রী জানিয়েছেন, মাস কয়েক আগে রীতেশদের সঙ্গে পাড়ায় মোটরসাইকেল চালানো নিয়ে বচসা হয়েছিল চন্দনের। সেই থেকে এলাকাছাড়া ছিলেন তিনি। চন্দনকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল রীতেশরা।

 

বন্ধ করুন