চাপ নিচ্ছে রাজ্য, তা বলে মিডডে মিলে শুধুই ভাত! দলেরই অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী সম্মেলনে, স্কুলে এ ভাবে শুধু ভাত রেঁধে চলে যাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। রবিবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আশা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের সম্মেলন হয়। সেই সম্মলনেই এই ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মন্ত্রী বলেন,'বাজারে জিনিসের দাম বেড়েছে। যার আঁচ পড়ছে খাবারের উপর। ডিম ও অন্যান্য জিনিসের পাশাপাশি গ্যাস, কেরসিন ও কাঠ কয়লার দাম বেড়েছে। এ সব কেন্দ্র নিয়ন্ত্রণ করে, চাপ নিচ্ছে রাজ্য।'
সম্মলনে মন্ত্রীর জানান গরম খাবারের বদলে রেডি টু ইট দিতে বলছে কেন্দ্র। তিনি বলেন,'আমরা বলেছি ভাত ডালে আমাদের রাজ্যের মানুষ অভ্যস্ত। না হলে পাউডার ধরিয়ে দিত। কোন কোম্পানির সঙ্গে কী চুক্তি আছে জানি না। পরে আবার বলল, ডিম কেন? আমরা বলেছি এটা খাদ্যাভাস এবং ডিমে প্রোটিন রয়েছে।'
(পড়তে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড নেয় না মেডিকা,শুনে হতাশায় নিজেই থানায় যাওয়ার হুমকি মন্ত্রীর)
প্রসঙ্গক্রমে তিনি বলেন,' এসবের মধ্যেও অনেক কিছু ঘটে চলেছে। ভাবছেন মন্ত্রী জানতে পারেন না। সাদা ভাত রান্না করে চলে যাচ্ছেন অনেকে। আমাদের বদনাম হচ্ছে।' তবে রাজনীতি রয়েছে বলেই শশী পাঁজা মনে করেন। তিনি বলেন,'এর মধ্যে রাজনীতির বিষয় আছে। কোন জেলায়, কোথায় হচ্ছে জানি। একটু সবমর্মিতার রাখতে হবে। টাকা এলে আমরা তো পাঠিয়ে দিই। সাদা ভাত রান্না করে চলে যাচ্ছেন এটা দুঃখের বিষয়।'
তিনি আরও বলেন, 'এটা একটা দায়িত্ব। সাদা ভাত কী করে বাচ্চারা খাবে? শুধুমাত্র নুন দিয়ে ভাত খাওয়া যায়? আর বাচ্চারা কেনই বা তা খাবে? বিষয়টা মোটেই উচিত হয়নি।'