বাংলা নিউজ > বাংলার মুখ > অয়ন শীলের নথিতে উদ্ধার ‘এসবি’ কে? ইডি তল্লাশির পর সুজিত বললেন, শুভেন্দু বা সুকান্তও হতে পারে

অয়ন শীলের নথিতে উদ্ধার ‘এসবি’ কে? ইডি তল্লাশির পর সুজিত বললেন, শুভেন্দু বা সুকান্তও হতে পারে

সুজিত বসু।

সাংবাদিকরা প্রশ্ন করেন যে, অয়ন শীলের সঙ্গে কি সুজিত বসুর কোনও যোগাযোগ রয়েছে? সুজিত বসু সাফ জানান, ‘যে সমস্ত লোকের নাম বলা হচ্ছে, সেই সমস্ত লোকের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আমি এসব লোকের সঙ্গে যোগাযোগ রাখি না।’

সদ্য শুক্রবার সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি। ১৪ ঘণ্টার ম্যারাথন জেরার পর ইডি সন্ধ্যে গড়াতে বের হয়। এদিকে, যে সূত্র ধরে ইডি সুজিত বসু পর্যন্ত পৌঁছেছে, তার নেপথ্যে ছিল অয়ন শীলের দফতর ও বাড়ি থেকে উদ্ধার কিছু নথি। যে নথিতে ইংরেজিতে ‘এস বি’ লেখা ছিল। 'এস বি' ইঙ্গিত ঘিরে সুজিত বসুকে প্রশ্ন করা হলে, তিনি তার জবাবে সোজা বিজেপি নেতাদের আক্রমণ করেন।

নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দি অয়ন শীল। তাঁরই দফতর ও বাড়ি থেকে বাজেয়াপ্ত নথিতে উল্লেখ ছিল ‘এসবি’র। কে এই 'এসবি'? প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে, শুক্রবার ইডির তল্লাশির পর সাংবাদিকদের সামনে মুখ খোলেন রাজ্যের দমকল মন্ত্রী। তিনি জানান, সকালে তাঁর বাড়িতে ইডি আসতেই, তাঁর ছেলে জানান ইডির সদস্যরা এসেছেন। সুজিত বসু বলেন, 'বসতে বলো'। এরপর শুরু হয় ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি। তল্লাশি শেষে যে সাংবাদিক সম্নেলন সুজিত করেছেন, সেখানে একবারও তাঁর মুখে আসেনি অয়ন শীলের নাম। সাংবাদিকরা প্রশ্ন করেন যে, অয়ন শীলের সঙ্গে কি সুজিত বসুর কোনও যোগাযোগ রয়েছে? সুজিত বসু সাফ জানান, ‘যে সমস্ত লোকের নাম বলা হচ্ছে, সেই সমস্ত লোকের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আমি এসব লোকের সঙ্গে যোগাযোগ রাখি না।’ এরই সঙ্গে সুজিত বসু বলেন,'আমি বিভিন্ন জায়গায় যাই। আমার সঙ্গে কেউ যদি দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নেয়, তাহলে আমি কী করব? কিন্তু যাঁদের নাম বললেন, তাঁদের সঙ্গে সুজিত বসুর কোনও যোগাযোগ নেই।' প্রশ্ন ফের যায়, ‘এসবি’  সাংকেতিক নাম নিয়ে। দমকল মন্ত্রী বলেন, ‘আরে এসবি তো সুকান্তও হতে পারে। শুভেন্দুও হতে পারে। আপনি কেন সুজিত বসু বলছেন?’

এরসঙ্গেই সুজিত বসু বলেন, ‘ওইটা শুভেন্দু আর সুকান্ত হবে।’ তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘এসবি মানেই সুজিত বলু হয়ে গেল?’ রাজ্যের দমকল মন্ত্রী বলছেন, ‘শুনুন এসব ছেঁদো কথার কোনও দাম নেই। যাঁরা এসব নেয় তাঁদের বিরুদ্ধে এসব বলুন, যাঁরা রুমাল পেঁচিয়ে টাকা নেয়, তাঁদের কথা বলুন।’ এদিকে, তদন্তকারীদের সন্দেহ 'এসবি' ইংরেজি অক্ষর দুটি মিলিয়ে কি সুজিত বসুর দিকেই ইঙ্গিত যাচ্ছে? প্রসঙ্গত, ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। ওই সময়ের মধ্যে কমবেশি ৬০টি পুরসভায় কর্মী নিয়োগের কাজের বরাত অয়নের সংস্থা ‘এবিএস ইনফোজ়োন’ পেয়েছিল। একথা ইডি আধিকারিকদের জানান অয়ন। 

 

 

 

 

 

 

 

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...' দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.