‘দুর্গাপুজোর নামে ডিস্কো ডান্স হয়, অষ্টমীতে ব্রিটিশরাও মদের দোকান বন্ধ রাখতেন’, মমতা সরকারকে তোপ শুভেন্দুর
Updated: 21 Oct 2023, 01:17 PM ISTএবার দুর্গাপুজোয় অনাচারের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী এক পুজো উদ্বোধনে গিয়ে বলেন,'আমাদের এখানে দুর্গাপুজোর নামে ডিস্কো ডান্স হয়। পুজো বাঙালির বড় উৎসব, এটা মদ খাওয়ার প্রোগ্রাম নয়। আমার মতে পঞ্জিকা মতে পূজার্চনা হোক। আর অষ্টমীর দিন ভেজ ডে, ওই দিন ব্রিটিশরাও মদের দোকান বন্ধ রাখতেন।'
পরবর্তী ফটো গ্যালারি