ভারতনেট ব্রডব্যান্ডের আওতায় থাকা দেশের সব গ্রামে নতুন বছরের মার্চ পর্যন্ত বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে। জানালেন কেন্দ্রীয় টেলিকম ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'ভারতনেট অপটিকাল ফাইবার নেটওয়ার্কের আওতায় ইতিমধ্যে দেশের ১.৩ লাখ গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমাদের লক্ষ্য, ২.৫ লাখ গ্রাম পঞ্চায়েতে ভারতনেটের পরিষেবা পৌঁছে দেওয়া। ভারতনেট পরিষেবা ছড়িয়ে দেওয়ার জন্য আগামী মার্চ পর্যন্ত সব গ্রামে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে যেগুলিতে ভারতনেটের সংযোগ রয়েছে।'
বর্তমানে দেশে ৪৮ হাজার গ্রামে ভারতনেটের পরিষেবা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা মতো, এই গ্রামগুলিই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা পাবে।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রতিটি কমন সার্ভিস সেন্টার (সিএসসি) ব্যাঙ্কিং পরিষেবা দেবে। সেগুলি ডিজিটাল পরিষেবা প্রদানের কেন্দ্র হিসেবে কাজ করবে। ২০১৪ সালে এরকম সিএসসি-এর সংখ্যা ছিল ৬০ হাজার। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩.৬ লাখ।