বাংলা নিউজ > হাতে গরম > ছত্তিশগড়ে সংঘর্ষে খতম ৪ মাওবাদী জঙ্গি, নিহত সাব-ইন্সপেক্টর
ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন এক সাব-ইন্সপেক্টর। খতম হয়েছে ৪ জঙ্গিও।
শনিবার সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার রাতে রাজনন্দগাঁওয়ের পারধোনি গ্রামের কাছে পুলিশের সঙ্গে মাওবাদী জঙ্গিদের সংঘর্ষে মোট ৫ জন মারা গিয়েছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৪ মাওবাদী জঙ্গির দেহ। সেই সঙ্গে পাওয়া গিয়েছে জঙ্গিদের হেফাজতে থাকা একটি একে-৪৭ রাইফেল, একটি এসএলআর আগ্নেয়াস্ত্র এবং ২িটি .৩১৫ বোরের রাইফেল। এই তথ্য জানিয়েছেন রাজনন্দগাঁওয়ের সহকারী পুলিশ সুপার জি এন বাঘেল।
উল্লেখ্য, এই এলাকাতেই ২০০৯ সালের ১২ জুলাই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে তৎকালীন পুলিশ সুপার ভি কে চৌবে-সহ মারা গিয়েছিলেন মোট ২৯ জন পুলিশকর্মী।
হাতে গরম খবর