মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি সরকারের ভাগ্য নির্ধারণ অনেকটাই নির্ভর করছে কর্নাটক উপনির্বাচনের ওপর। বিধানসভায় গরিষ্ঠতা রক্ষার এই লড়াইয়ে ৬টি আসন চাই শাসকদলের।
১৫টি আসনের জন্য বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে উপনির্বাচনে ভোটদান পর্ব, যা শেষ হবে বিকেল ৬টায়। নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী ৯ ডিসেম্বর।
গত জুলাই মাসে তত্কালীন কংগ্রেস-জেডিএস জোট সরকারের প্রতি অনাস্থা প্রদর্শনের পরে কর্নাটক বিধানসভা থেকে ১৭ জন বিধায়ককে বহিষ্কার করার পরে ১৫টি আসনে উপনির্বাচন আবশ্যিক হয়ে পড়ে।
উপনির্বাচনে ৪১৮৫টি বুথে মোট ভোটার সংখ্যা ৩৭,৭৭,৯৭০। এ ছাড়া রয়েছেন ৪৭১১ সার্ভিস ভোটার। ভোটারদের মধ্যে ১৯.২৫,৫২৯ জন পুরুষ এবং ১৮,৫২,০২৭ জন নারী। উপনির্বাচনে নবীন ভোটারের সংখ্যা ৭৯,৭১৪ জন।
কর্নাটক উপনির্বাচনে মোট প্রার্থী দাঁড়িয়েছেন ১৬৫ জন। এর মধ্যে প্রতিটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে শাসকদল বিজেপি ও বিরোধী কংগ্রেস। ১২টি কেন্দ্রে জেডিএস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া অল্প সংখ্যক নির্দল প্রার্থীও উপনির্বাচনে লড়ছেন।