বাংলা নিউজ > ঘরে বাইরে > Terrorist Attack in Airforce Convoy: কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! আহত ৫ জন সেনা জওয়ান, শুরু তল্লাশি

Terrorist Attack in Airforce Convoy: কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! আহত ৫ জন সেনা জওয়ান, শুরু তল্লাশি

বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা (ছবিটি প্রতীকী, সৌজন্যে ওয়াসিম আনদ্রাবি/হিন্দুস্তান টাইমস)

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলায় ফের একবার চাঞ্চল্য ভূস্বর্গে।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা উঠে এল। সেখানে বায়ুসেনার কনভয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে বলে খবর। মুহূর্তে এলাকা ঘিরে ফেলেছে স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস। শুরু হয়ে গিয়েছে রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান। জঙ্গিদের খোঁজে নেমেছে সেনা। জানা গিয়েছে, নিরাপদে ওই গাড়িগুলিতে এয়ারবেসে ঢোকানো হয়ে গিয়েছে। সহিস্তারের এয়ারবেসে নিরাপদে রয়েছে কনভয়ের গাড়িগুলি। সংবাদ সংস্থা এএনআইএর তরফে জানানো হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের আকাশপথে উধমপুরের কমান্ড হাসপাতালে ভরতি করা হয়েছে।

জানা গিয়েছে, কাশ্মীরের কৃষ্ণাঘাঁটি এলাকায় জঙ্গলের কাছে অতর্কিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনার তরফে জানানো হয়েছে, অন্ততপক্ষে ৫ জনের আহত হওয়ার খবর রয়েছে। সেনার তরফে এক অফিসার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘জম্মু ও কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা হয়েছে, স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলসের তরফে এলাকা ঘিরে ফেলা হয়েছে, শুরু হয়েছে তল্লাশি।’ জানা গিয়েছে, যে ৫ জন সেনা জওয়ান আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজন এয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই জঙ্গিদের খুঁজতে বড়সড় অভিযানে নেমেছে সেনা। বাড়তি বাহিনী ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে ভূস্বর্গের বুকে এইটিই সবচেয়ে বড় জঙ্গি হামলা। এর আগে, গত বছর পর পর সেনাকে টার্গেট করে জঙ্গিরা হামলা চালালেও, চলতি বছরে এইটিই প্রথম বড় জঙ্গি হামলা। দেশে ভোটের পরিস্থিতির মধ্যেও কাশ্মীরের বুকে এই হামলা নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলছে। সদ্য, মার্চ-এপ্রিল মাসেই কাশ্মীরে বিপুল পর্যটকের ভিড় হয়েছিল। তারপর এই জঙ্গি হামলা ব্যাপক উদ্বেগ শুরু হয়েছে। 

( BJP MLA threatens police Officer:‘এমন জায়গায়…’! প্রাক্তন CM শিবরাজের মাইক বন্ধ করায় বিজেপি MLAর হুমকির মুখে পুলিশ অফিসার)

ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে একাধিক ভিডিয়ো আসছে। সেখানে দেখা যাচ্ছে, উইন্ড স্ক্রিনে একাধিক বুলেটের চিহ্ন রয়েছে। প্রশ্ন উঠছে, কোন জায়গা থেকে এই হামলা চালিয়েছে জঙ্গিরা? তথ্য বলছে, এক ডজনেরও বেশি বুলেট আছড়ে পড়েছে বায়ুসেনার গাড়িতে। সূত্র বলছে, সন্ধ্যা ৬ টা নাগাদ এই হামলা হয়েছে। এলাকার সনারকোট থেকে সনাই টপ এলাকায় যাচ্ছিল ওই বায়ুসেনার কনভয়। তখনই গাড়িকে দেখে জঙ্গিদের গুলি চলতে থাকে। তারপরই আহত অবস্থায় অন্তত পক্ষে ৫ সেনা জওয়ানকে উদ্ধার করা হয়। তাঁদের তখনই হাসপাতালে ভরতি করা হয়েছে।    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

চিনা পাড়া থেকে মরিশাস, কলকাতার মেয়ে ক্যাথরিনের বিশ্ব জয় হাকা কুইজিন নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে বিরিয়ানি খাওয়ার প্ল্যান করেছেন? এটা জানলে মুখে উঠবে না গ্রাস 'সব বাংলাদেশিরই ভারতের সাথে সম্পর্ক রাখা উচিত', বয়কট ট্রেন্ডের মাঝে বার্তা BNP-র 'প্রমাণ লোপাটে পুলিশের ভূমিকায় নজর...', আরজি কর কাণ্ডে আদালতে বিস্ফোরক CBI ডিসেম্বর পর্যন্ত সুবর্ণ সময় ৩ রাশির, দাম্পত্য সমস্যা মিটবে, ব্যবসায় হবে লাভ ধর থেকে মাথা আলাদা, ‘মুসলিম’রা বাংলাদেশে ভাঙছে দুর্গা মূর্তি, ছবি দিলেন তসলিমা ‘এ কেমন নিয়ম’! RTM নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে চিঠি!সরাসরি ৬ রিটেনের পথে হাঁটবে দল? শারদীয়া উপলক্ষে যাত্রীদের পেটপুজোর 'উপহার' রেলের, মেনুতে থাকছে বড় চমক কলকাতার নাকের ডগায় ১৬ বছরের কিশোরীকে বাড়িতে ঢুকে ধর্ষণ প্রতিবেশী কাকার নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে চুপ পুলিশ, জনরোষ সামলাতে মহিষমারিতে জারি অঘোষিত কার্ফু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.