জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা উঠে এল। সেখানে বায়ুসেনার কনভয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে বলে খবর। মুহূর্তে এলাকা ঘিরে ফেলেছে স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস। শুরু হয়ে গিয়েছে রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান। জঙ্গিদের খোঁজে নেমেছে সেনা। জানা গিয়েছে, নিরাপদে ওই গাড়িগুলিতে এয়ারবেসে ঢোকানো হয়ে গিয়েছে। সহিস্তারের এয়ারবেসে নিরাপদে রয়েছে কনভয়ের গাড়িগুলি। সংবাদ সংস্থা এএনআইএর তরফে জানানো হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের আকাশপথে উধমপুরের কমান্ড হাসপাতালে ভরতি করা হয়েছে।
জানা গিয়েছে, কাশ্মীরের কৃষ্ণাঘাঁটি এলাকায় জঙ্গলের কাছে অতর্কিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেনার তরফে জানানো হয়েছে, অন্ততপক্ষে ৫ জনের আহত হওয়ার খবর রয়েছে। সেনার তরফে এক অফিসার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘জম্মু ও কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা হয়েছে, স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলসের তরফে এলাকা ঘিরে ফেলা হয়েছে, শুরু হয়েছে তল্লাশি।’ জানা গিয়েছে, যে ৫ জন সেনা জওয়ান আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজন এয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই জঙ্গিদের খুঁজতে বড়সড় অভিযানে নেমেছে সেনা। বাড়তি বাহিনী ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে ভূস্বর্গের বুকে এইটিই সবচেয়ে বড় জঙ্গি হামলা। এর আগে, গত বছর পর পর সেনাকে টার্গেট করে জঙ্গিরা হামলা চালালেও, চলতি বছরে এইটিই প্রথম বড় জঙ্গি হামলা। দেশে ভোটের পরিস্থিতির মধ্যেও কাশ্মীরের বুকে এই হামলা নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলছে। সদ্য, মার্চ-এপ্রিল মাসেই কাশ্মীরে বিপুল পর্যটকের ভিড় হয়েছিল। তারপর এই জঙ্গি হামলা ব্যাপক উদ্বেগ শুরু হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে একাধিক ভিডিয়ো আসছে। সেখানে দেখা যাচ্ছে, উইন্ড স্ক্রিনে একাধিক বুলেটের চিহ্ন রয়েছে। প্রশ্ন উঠছে, কোন জায়গা থেকে এই হামলা চালিয়েছে জঙ্গিরা? তথ্য বলছে, এক ডজনেরও বেশি বুলেট আছড়ে পড়েছে বায়ুসেনার গাড়িতে। সূত্র বলছে, সন্ধ্যা ৬ টা নাগাদ এই হামলা হয়েছে। এলাকার সনারকোট থেকে সনাই টপ এলাকায় যাচ্ছিল ওই বায়ুসেনার কনভয়। তখনই গাড়িকে দেখে জঙ্গিদের গুলি চলতে থাকে। তারপরই আহত অবস্থায় অন্তত পক্ষে ৫ সেনা জওয়ানকে উদ্ধার করা হয়। তাঁদের তখনই হাসপাতালে ভরতি করা হয়েছে।