'শান্তিপূর্ণ আন্দোলনের ফলে দেশের গণতান্ত্রিক মূল আরও গভীরে পৌঁছাবে,' বললেন প্রণব
1 মিনিটে পড়ুন . Updated: 24 Jan 2020, 09:51 AM IST- প্রণববাবু বলেন, 'সংবিধানের প্রতি তাঁদের (প্রতিবাদীদের) দৃঢ়তা ও বিশ্বাস দেখে অত্যন্ত ভালো লাগছে।'
একবারের জন্যও উল্লেখ করলেন না সংশোধিত নাগরিকত্ব আইনের কথা। কিন্তু কারোর বুঝতে বাকি রইল না কী বলতে চাইছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বরং বললেন, দেশের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদের ফলে ভারতের গণতান্ত্রিক মূল আরও গভীরে পৌঁছাবে।
আরও পড়ুন : এনআরসি হলে কী কী নথি লাগবে? জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের স্মারক বক্তৃতায় বৃহস্পতিবার প্রণববাবু বলেন, 'গত কয়েক মাসে বড় সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছেন। বিশেষত যুব প্রজন্ম তাতে সামিল হয়েছে। বিভিন্ন বিষয়ে যাদের মতামত গুরুত্বপূর্ণ। সংবিধানের প্রতি তাঁদের (প্রতিবাদীদের) দৃঢ়তা ও বিশ্বাস দেখে অত্যন্ত ভালো লাগছে।'
আরও পড়ুন : কোন শর্তে ভারতীয় নাগরিকত্ব, জানালেন কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিক
গণতন্ত্রের জন্য একতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি বলেন, 'একতা হল গণতন্ত্রের প্রাণশক্তি।' গণতন্ত্রে বিরোধী কণ্ঠ শোনা, আলোচনার উপরও গুরুত্ব আরোপ করেন প্রণববাবু। তাঁর কথায়, 'কথা শোনা, আলোচনা, বিতর্ক করা এমনকী ভিন্নমতের উপর ভিত্তি করে গণতন্ত্র এগিয়ে চলে।'
আরও পড়ুন : NPR-NRC-এর মধ্যে ফারাক কী? কেন বিরোধিতা রাজ্যের? জানুন খুঁটিনাটি