এবছরের ইউপিএসসি প্রিলিমস পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ২৬ মে। তবে লোকসভা ভোট চলবে সেই সময়। এই আবহে প্রিলিমস পরীক্ষার দিনক্ষণ বদলে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। মঙ্গলবারই তারা পরীক্ষার নয়া তারিখের ঘোষণা করেছে। প্রসঙ্গত, এর আগে গত শনিবার জাতীয় নির্বাচন কমিশন দেশ জুড়ে সাত দফায় লোকসভা ভোটের ঘোষণা করে। এপ্রিল থেকে শুরু হয়ে এই নির্বাচন চলবে ১ জুন পর্যন্ত। এরপর ৪ জুন ভোটের গণনা। এই আবহে মঙ্গলবার ইউপিএসসি-র তরফ থেকে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়, মে মাসে হবে না এবছরের প্রিলিমস। তার বদলে জুন মাসে হবে এবছরে প্রাথমিক পর্যায়ের পরীক্ষা। (আরও পড়ুন: 'তারিখ পে তারিখ', DA মামলার পরের শুনানি কবে? এল আপডেট, মাথায় হাত সরকারি কর্মীদের)
আরও পড়ুন: আইটি সংস্থায় কাজ করছেন? এবছর আপনার বেতন বাড়তে পারে কত শতাংশ?
বিজ্ঞপ্তি জারি করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, মে মাসের ২৬ তারিখের পরিবর্তে এবার প্রিলিমস পরীক্ষা হবে ১৬ জুন। এরপর সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ৫ দিন ধরে অনুষ্ঠিত হবে ইউপিএসসি সিভিল সার্ভিসের মূল পর্বের লিখিত পরীক্ষা বা 'মেইনস'। এই বছর ইউপিএসসি পরীক্ষার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল গত ১৪ ফেব্রুয়ারি। উল্লেখ্য, ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষাকে ভারতের অন্যতম কঠিন পরীক্ষা বলে বিবেচনা করা হয়। আইএএস, আইপিএস এবং আইএফএস হওয়ার জন্য প্রতি বছর কয়েক লাখ চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসে থাকেন।
আরও পড়ুন: ত্রয়োদশী ফাঁড়া কাটলেই সরকারি কর্মীদের পকেটে আসবে মোটা টাকা, একনজরে ডিএ সমীকরণ
এই বছর সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে মোট ১০৫৬টি শূন্যপদ এবং IFoS-এর জন্য ১৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রসঙ্গত, ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষা তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হয় - প্রিলিমস, মূল লিখিত পরীক্ষা বা মেইনস এবং ব্যক্তিত্ব পরীক্ষা বা ইন্টারভিউ। ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ-টাইপ প্রশ্ন থাকবে। কাট-অফ নম্বরের উপরে স্কোর করা প্রার্থীরা ইউপিএসসি আইএএস মেইন পরীক্ষাযর জন্য নাম নিবন্ধন করাতে পারবেন।
এদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে আগামী ১৯ এপ্রিল থেকে। ইমিমধ্যেই নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি হয়েছে দেশ জুড়ে। সাত দফায় ভোটগ্রহণ সম্পন্ন হবে আগামী ১ জুন। এরপর ভোটগণনা হবে ৪ জুন। এদিকে এই ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটও অনুষ্ঠিত হবে। অরুণাচলপ্রদেশ এবং সিকিমে নির্বাচন হবে ১৯ এপ্রিল। অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে ১৩ মে। এর পাশাপাশি ওড়িশায় বিধানসভা নির্বাচন হবে চার দফায় - ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন। একইসঙ্গে পশ্চিমবঙ্গের বরানগর ও ভগবানগোলা-সহ বিভিন্ন রাজ্যের ২৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে।