আগামী বছর কবে কোন পরীক্ষা হবে, তার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। সূচি অনুযায়ী, আগামী বছরের ৭, ৮, ৯, ১৫ এবং ১৬ জানুয়ারি হবে ২০২১ সালের সিভিল সার্ভিসেস (মেন) পরীক্ষা।
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই সূচি প্রকাশ করেছে ইউপিএসসি। সূচি অনুযায়ী, আগামী ৬ জুন হবে ২০২২ সালের সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (প্রিলিমিনারি) পরীক্ষা। ২০২২ সালের সিভিল সার্ভিসেসের (মেন) পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৬ সেপ্টেম্বর। চলবে পাঁচদিন। অন্যদিকে, আগামী বছরের ২০ নভেম্বর শুরু হবে ২০২২ সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেন) পরীক্ষা। যা চলবে ১০ দিন।
২০২১ সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (মেন) পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে । তা ১০ দিন চলবে। শেষ হবে আগামী ৮ মার্চ। ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (প্রিলিমিনারি) এবং কম্বাইনড জিও-সায়েন্টিস্ট (প্রিলিমিনারি) পরীক্ষা হবে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি। আগামী ১০ এপ্রিল হবে এনডিএ ও এনএ (আই) পরীক্ষা এবং সিডিএস (আই) পরীক্ষা। কম্বাইনড মেডিকেল সার্ভিসেস পরীক্ষা হবে আগামী ১৭ জুলাই।
করোনাভাইরাস পরিস্থিতিতে এমনিতে গত বছর এবং চলতি বছর একাধিক পরীক্ষা পিছিয়ে গিয়েছে। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ২২ অগস্ট কলকাতা এবং বিভিন্ন কেন্দ্রে বেলা ১২ টা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং অন্যান্য গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না। পরীক্ষার জন্য শুক্রবার থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। সেজন্য ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।