আজ, ২৮ অক্টোবর কমন অ্যাডমিশন টেস্ট অর্থাৎ CAT ২০২০ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) ইন্দোর। IIM এর অফিশিয়াল ওয়েবসাইট iimcat.ac.in এ অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। এদিন বিকেল পাঁচটা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
যে সব শিক্ষার্থী বি স্কুল এন্ট্রান্স এক্সামের জন্য নাম নথিভুক্ত করেছেন তাঁরা iimcat.ac.in থেকে হল টিকিট ডাউনলোড করতে পারবেন। ২৯ নভেম্বর দেশের ১৫৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি:
স্টেপ ১: অফিশিয়াল ওয়েবসাইট iimcat.ac.in এ যান।
স্টেপ ২: 'download admit card' লিঙ্ক এ ক্লিক করতে হবে।
স্টেপ ৩: ইউজার আইডি ও পাস ওয়ার্ড এন্টার করতে হবে।
স্টেপ ৪: স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে।
স্টেপ ৫: অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে।
পরীক্ষার সময়সীমা ১৮০ মিনিট। প্রতিটি বিভাগের জন্য পরীক্ষার্থীদের ৬০ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষায় ভার্বাল এবিলিটি, রিডিং কম্প্রেহেন সন, ডাটা ইন্টারপ্রিটেশন, লজিক্যাল রিজিনিং, কোয়ান্টিতেটিভ এবিলিটির প্রশ্ন থাকবে।
পরীক্ষায় উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা বিভিন্ন IIM ও B-schools এ PGP, PGDM, PGPEM, EPGP, PGPBM, PGPEX,এর মতো ম্যানেজমেন্ট কোর্সগুলো পড়ার সুযোগ পাবেন।