বাংলা নিউজ > কর্মখালি > Central government jobs- প্রায় দশ লাখ পদে কর্মী নিয়োগ হয়নি, সংসদে জানাল কেন্দ্র

Central government jobs- প্রায় দশ লাখ পদে কর্মী নিয়োগ হয়নি, সংসদে জানাল কেন্দ্র

রেলে আছে অনেক চাকরি (PTI)

PM Modi Job Push: গত ৫ বছরে কেন্দ্র সরকারি পদের সংখ্যা প্রায় ১১% বেড়েছে। কিন্তু কর্মীর সংখ্যা ৫%-এরও বেশি কমে গিয়েছে। আগামী ১৮ মাসের জন্য 'মিশন মোডে' নিয়োগ করতে হবে। দশ লক্ষ কর্মী নিয়োগ করতেই হবে, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক এবং দফতরে প্রায় ১০ লক্ষ শূন্যপদ রয়েছে। বুধবার সংসদে জানাল কেন্দ্র। গত ১৪ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারি মন্ত্রী ও আধিকারিকদের একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

তিনি বলেন, আগামী ১৮ মাসের জন্য 'মিশন মোডে' নিয়োগ করতে হবে। দশ লক্ষ কর্মী নিয়োগ হবে, ঘোষণা করে দেন তিনি।

'প্রধানমন্ত্রী সমস্ত বিভাগ এবং মন্ত্রকে মানব সম্পদের অবস্থা পর্যালোচনা করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে সরকার আগামী ১.৫ বছরে মিশন মোডে ১০ লক্ষ লোক নিয়োগ করবে," টুইট করেছে পিএমও।

জানুন বিস্তারিত
জানুন বিস্তারিত

গত ৫ বছরে কেন্দ্র সরকারি পদের সংখ্যা প্রায় ১১% বেড়েছে। কিন্তু কর্মীর সংখ্যা ৫%-এরও বেশি কমে গিয়েছে।

সংসদে সরকারের লিখিত উত্তরে বলা হয়েছে- ১ মার্চ, ২০২১ অনুযায়ী, কেন্দ্রের হাতে ৪০.৩৫ লক্ষ পদ রয়েছে। কিন্তু চাকরি করছেন মাত্র ৩০.৫৫ লক্ষ কর্মী।

অর্থাত্ বাকি প্রায় ৯.৮ লক্ষ পদে কোনও কর্মীই নেই। অর্থাত্ পদ বাড়লেও মন্থর নিয়োগ প্রক্রিয়ার কারণে তা পূরণ হচ্ছে না।

বুধবার সংসদে দেওয়া সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, রেলে ২.৯৪ লক্ষ, প্রতিরক্ষা (বেসামরিক) বিভাগে ২.৬৪ লক্ষ , স্বরাষ্ট্র মন্ত্রকে ১.৪ লক্ষ, ডাক বিভাগে প্রায় ৯০ হাজার এবং রাজস্ব বিভাগে প্রায় ৮০ হাজার শূন্যপদ রয়েছে।

বন্ধ করুন