প্রকাশিত হল CSIR UGC NET-র ‘অ্যানসার কি’ বা উত্তরপত্র। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, সেটি চূড়ান্ত উত্তরপত্র নয়। এখন যে উত্তরপত্র প্রকাশিত হয়েছে, তা চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। তারপর চূড়ান্ত 'অ্যানসার কি' প্রকাশিত হবে। ওই চূড়ান্ত 'অ্যানসার কি'-র ভিত্তিতে প্রার্থীরা নম্বর পাবেন। আপাতত প্রার্থীরা CSIR UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট csirnet.nta.nic.in থেকে ‘প্রভিশনাল অ্যানসার কি’ দেখতে পাবেন।
গত ৬ জুন, ৭ জুন এবং ৮ জুন দেশের ১৭৮টি শহরের ৪২৬টি পরীক্ষাকেন্দ্রে 'জয়েন্ট সেন্ট্রাল সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ - ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিটি টেস্ট' হয়েছে। কম্পিউটার বেসড পরীক্ষার জন্য মোট ২,৭৪,০২৭ জন নথিভুক্ত হয়েছিলেন। তারপর বুধবার ‘প্রভিশনাল অ্যানসার কি’ প্রকাশিত হয়েছে।
পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএয়ের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত ২০২২ সালের ডিসেম্বর এবং ২০২৩ সালের জুন সেশনের CSIR UGC NET-র ‘প্রভিশনাল অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাবে। প্রতিটি প্রশ্নের জন্য ২০০ টাকা দিতে হবে। যা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে প্রার্থীদের। যে টাকা ফেরত দেওয়া হবে না। তারইমধ্যে প্রার্থীরা যে ‘চ্যালেঞ্জ’ করবেন, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। তার ভিত্তিতে ‘চূড়ান্ত অ্যানসার কি’ তৈরি হবে।
আরও পড়ুন: ম্যানেজার বাদ দিতেই আরও ভালো কাজ করেছেন কর্মীরা! আপনার অফিসেও বলবেন নাকি?
কীভাবে CSIR UGC NET-র ‘প্রভিশনাল অ্যানসার কি’ চ্যালেঞ্জ করতে হবে?
১) CSIR UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইট csirnet.nta.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজের মাঝামাঝি 'Public Notices' আছে। সেটার নীচে ‘Display of Provisional Answer Keys, and Question Paper with Recorded Responses for Answer Key Challenge for Joint CSIR-UGC NET December, 2022 – June 2023 Examination’ দেখতে পাবেন প্রার্থীরা। ওই লিঙ্কে ক্লিক করতে হবে। একটি পিডিএফ খুলে যাবে। ওই পিডিএফে যাবতীয় নির্দেশিকা ভালোভাবে পড়তে হবে।
৩) তারপর ফের CSIR UGC NET-র অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে ফেরত চলে আসতে হবে।
৪) হোমপেজে ‘Latest News’-এ ‘Answer Key Challenge for Joint CSIR-UGC NET December, 2022 – June 2023’ আছে। তাতে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ খুলে যাবে।
৫) ‘Answer Key Challenge for Joint CSIR-UGC NET December, 2022 – June 2023’ এবং ‘PUBLISH DATE: June 14, 2023’-র নীচে ‘Answer Key Challenge for Joint CSIR-UGC NET December, 2022 – June 2023’ আছে। তাতে ক্লিক করতে হবে। ফের একটি নতুন পেজ খুলে যাবে।
৬) সেই পেজের উপরেই ‘Login Options’ আছে। নীচে দুটি বিকল্প আছে - 'Through Application Number and Password' অথবা ‘Through Application Number and Date of Birth’। যে কোন একটি লিঙ্ক ক্লিক করে নিজের তথ্য দিয় লগইন করতে হবে।
৭) সেখানে ‘প্রভিশনাল অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাবে। চ্যালেঞ্জ করার অপশন পাবেন প্রার্থীরা।
CSIR UGC NET-র ‘প্রভিশনাল অ্যানসার কি’-র ডিরক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে